সম্প্রতি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ঢাকা এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ভারতে ফিরে যাওয়ার সময় নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান বাংলাদেশে তার অভিজ্ঞতার কথা।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে স্বস্তিকা অভিনীত ‘বিজয়ার পরে’। ছবির স্ক্রিনিং শেষে ২৬ জানুয়ারি কলকাতা ফিরে যান এই অভিনেত্রী। এসময় এয়ারপোর্ট থেকে ধারনকৃত এক ভিডিও বার্তায় স্বস্তিকা জানান, এত এত উপহার আর ভালোবাসা পেয়েছেন বাংলাদেশের সবার থেকে যে তার ২টি লাগেজ ওভার ওয়েট হয়ে গেছে তাও পারেনি, নিজের হাতে ও কাঁধেও ছিল শপিং ব্যাগ।
এছাড়া আর একটি ভিডিও বার্তা প্রকাশ করে অভিনেত্রীকে নিয়ে কটাক্ষ করা লোকেদের জবাব দিয়ে তিনি লেখেন, “এয়ারপোর্টের পথে এই আর্টিকেলটা চোখে পড়ল। বিজয়ার পরে ছবির প্রমোশনে দেওয়া ইন্টারভিউ। কয়েকটা কমেন্ট চোখে পড়ল। কি বলতে চাইছি সেটা না বুঝে মানুষ দেখি কটাক্ষ করতেই ব্যস্ত। ইট পাটকেল হাতে নিয়েই যেন দেখতে বসেছেন। অন্য সময় হলে হয়ত একটু খারাপ লাগতো, কিন্তু গত এক সপ্তাহে বাংলাদেশে এত এত ভালবাসা পেয়েছি, মানুষ এত আদর দিয়েছেন যে নিজের দেশের মানুষের কটু্ কথা আর খুব একটা গায়ে লাগছে না।
তিনি আরও লিখেন, “আপনারা যারা শুধুই নেগেটিভিটি ছড়াতে ব্যস্ত, মনে রাখবেন আর একটা দেশ আমায় মাথায় করে রাখে। থ্যাঙ্ক ইউ বাংলাদেশ আপনারা অনেক মনবল বাড়িয়ে দিলেন, আর কিছু ভালো হোক না হোক, আপনাদের ভালবাসায় আমার অনেক ভালো হবে।”