অবশেষে বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে বলিউডের সিনেমা ‘অ্যানিমেল’। তাও আবার বিনা কর্তনে। এর মাধ্যমে বাংলাদেশে সিনেমাটি প্রদর্শনের ক্ষেত্রে আর কোনো বাঁধা রইলো না। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারেই মুক্তি দেওয়া হবে ছবিটি।
তুমুল হাইপ সৃষ্টি করা রণবীর কাপুর অভিনীত সিনেমাটি ভারত থেকে ‘এ’ গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত। অর্থাৎ, প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। বাংলাদেশে প্রদর্শনের ক্ষেত্রে তাই কিছুটা হলেও ছিল সংশয়। তার মধ্যে বিশ্বব্যাপী মুক্তির দিনই বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ডে আবেদনপত্র জমা হতে দেরি হওয়ায় একই দিনে আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি সিনেমাটি। তাই সংশয় বেড়ে গিয়েছিল আরও।
৫ ডিসেম্বর আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস জানিয়েছে, ৬ ডিসেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে দেশের হলে চলবে ‘অ্যানিমেল’। সেন্সর বোর্ডের সদস্যদের থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানার পর প্রতিষ্ঠানটির কর্ণধার কিবরিয়া লিপু জানান, “প্রদর্শক সমিতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সিনেমাটি কবে থেকে দেশের হলে দেখা যাবে। তারা চাইলে বৃহস্পতিবারেই মুক্তি দেওয়া হবে ‘অ্যানিমেল’।”
তাই এবার আর সিনেমা মুক্তি নিয়ে কোনো সংশয় রইলো না। এমনকি ‘এ’ গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত সিনেমা বাংলাদেশে আনকাট সার্টিফিকেট পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই।
উল্লেখ্য, ১ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় ‘অ্যানিমেল’। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটিতে রণবীরের সাথে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর ও তৃপ্তি দিমরির মত তারকারা। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। ব্যবসার দিক থেকে বলিউডের শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে ‘অ্যানিমেল’। এবার দেখার পালা বাংলাদেশে কেমন ব্যবসা করতে পারে ছবিটি!