হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন
বাংলাদেশের দর্শকদের জন্য এলো সুখবর। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় অবস্থানকালে হানিয়া আমির কয়েকটি বিশেষ আয়োজনে অংশ নেবেন।
আয়োজকদের মতে, দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া। ব্র্যান্ডটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা উন্মোচনের অংশ হিসেবে হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। ঢাকায় সফরকালে তিনি একাধিক ইভেন্টে যোগ দেবেন বলে জানা গেছে।
অল্প সময়েই টেলিভিশন নাটক, সিনেমা ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন হানিয়া আমির। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’সহ একাধিক হিট নাটকে অভিনয় করেছেন তিনি।
২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। রোমান্টিক, কমেডি, গ্ল্যামার বা চরিত্রনির্ভর—সব ধরনের ভূমিকাতেই দক্ষতা দেখিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি বলিউডের ‘সর্দারজি ৩’ সিনেমায় নূর চরিত্রে অভিনয় করে ভারত ও পাকিস্তান—উভয় দেশেই ব্যাপক প্রশংসিত হয়েছেন হানিয়া।
বাংলাদেশেও রয়েছে তার বিপুল ভক্তকুল। ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে দর্শক-ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে।
কিছুদিন আগে ‘সর্দার জি ৩’ ছবিটি চলাকালীন হানিয়ার পুরোনো প্রেম ফিরে এসেছে বলে গুঞ্জন উঠে। সাবেক প্রেমিক গায়ক আসিম আজহারের সঙ্গে তার সম্পর্ক আবারও জোড়া লাগছে বলে গুঞ্জন শুরু হয়।
ঘটনার সূত্রপাত ‘সর্দার জি ৩’ সিনেমার ট্রেলার মুক্তির পর। ইনস্টাগ্রামে ছবির প্রধান অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের পোস্ট করা ট্রেলারের লাইক দেন আসিম আজহার। বিষয়টি গুঞ্জনকে উস্কে দিয়েছে।
হানিয়া আমিরের ভক্তদের কেউ কেউ মনে করছেন, হানিয়ার সঙ্গে আসিম আজহারের সম্পর্কের বরফ গলেছে। বিষয়টি আর নিছক লাইকে আটকে নেই।
দুজনকে একই ধরনের ক্যাপে দেখা গেছে, বিষয়টি প্রেমের গুঞ্জনে আরও খানিকটা ভিত্তি দিয়েছে। একটি বিজ্ঞাপনী ভিডিওতে আসিমকে কালো শার্ট, নীল প্যান্ট ও মাথায় হালকা রঙের নিউইয়র্ক ইয়াঙ্কিজের লোগোযুক্ত ক্যাপ দেখা গেছে।