মার্কিন গায়ক চার্লি পুথের আগমন ঘটতে যাচ্ছে বাংলাদেশে। ২০২৪ সালের শুরুতেই ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ‘উই ডোন্ট টক এনিমোর’ খ্যাত এই গায়কের কনসার্ট। এর জন্য চলছে প্রস্তুতি।
চার্লির বাংলাদেশের ভক্তদের জন্য বড়দিনের উপহার স্বরূপ ২৫ ডিসেম্বর মার্কিন গায়ককে নিয়ে কনসার্ট আয়োজন করার ঘোষণা আসে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিলভার লাইন ইভেন্টস কনসার্টটির আয়োজন করতে যাচ্ছে।
সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে বৃষ্টি সুত্রধর জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০২৪ সালের জানুয়ারিতে আয়োজনের সব প্রস্তুতি শেষ করার পরিকল্পনা করা হয়েছে। আর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চার্লির অংশগ্রহণে এই কনসার্ট।
যদিও কনসার্টের তারিখ নিয়ে এখনো নিশ্চিত কোনো খবর নেই। জানা গেছে, চার্লির পাশাপাশি আয়োজনে অংশ নিবেন দেশীয় শিল্পীরাও। সব শিল্পীদের সাথে ফাইনাল কথাবার্তা শেষে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
এদিকে চার্লির সঙ্গে কনসার্টের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে বলেও জানা গেছে। কনসার্টের একদিন আগে টিম নিয়ে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে তার।
ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে পছন্দের তালিকায় প্রথম স্থানে আছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।