গান গাওয়া ও অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার জন্যও বিশেষ খ্যাতি রয়েছে তাহসান রহমান খানের। এবার আরও একবার তাকে দেখা যাবে উপস্থাপনার মঞ্চে। দর্শকপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণের উপস্থাপনায় থাকবেন তিনি।
খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসতে চলেছে মার্কিন অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ! বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠান এটি। যা প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশে।
মার্কিন প্রোগ্রামটির সঞ্চালনা দায়িত্বে থাকেন স্টিভ হার্ভি।
১১ মে দুপুরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানটির ঘোষণা দিয়েছে বঙ্গ। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বয়ং তাহসানও। তিনি জানান, ‘আমাদের বিনোদনটা এখন ব্যক্তিগত হয়ে গেছে। যে যার মতো দেখছি। আগের মতো পরিবারের সবাই মিলে টিভি দেখি না। এই শোয়ে বিনোদনটা ফিরবে পরিবারের মাঝে।’
উল্লেখ্য যে, ফ্যামিলি ফিউডের নিয়ম অনুযায়ী- অনুষ্ঠানটিতে অংশ নেয় দুটি পরিবারের সদস্যরা। এই সদস্যদের জন্য রাখা হয় কিছু প্রশ্ন। একশজনের উপর পরিচালিত জরিপে প্রশ্নগুলোর উত্তর নির্ধারণ করা হয় আগেই। জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করতে হয় প্রতিযোগীদের। এর ভিত্তিতেই তাদের পয়েন্ট বণ্টন করা হয়। যে পরিবারটি প্রথম ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে পারে, সেই পরিবারের সদস্যরা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’-তে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়।
আয়োজকরা আশা করছেন বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার এই দেশীয় ভার্সন স্টিভ হার্ভির ভার্সনের মতই দর্শকদের মনে ছাপ ফেলতে সক্ষম হবে।