আগামী ৫ ডিসেম্বর একসাথে বাংলাদেশেও ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির কথা থাকলেও এবার জানা গেল যে একই দিনে দেশে মুক্তি পাচ্ছে না সিনেমাটি।
দক্ষিণ ভারতের আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার ব্লকবাস্টার সিনেমাটির জন্য মুখিয়ে ছিলেন দর্শকেরা। এমনকি বাংলাদেশের আমদানি-রফতানি প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কয়েক মাস আগেই ‘পুষ্পা ২’ বাংলাদেশে মুক্তি দেওয়ার ঘোষণাও করেছিলেন।
তবে এখন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলছেন, ‘দরদ’ সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় ‘পুষ্পা’ আপাতত আমদানি করতে পারছি না আমরা। আর এত অল্প সময়ে অন্য কেউ আমদানি করবে বলেও মনে হচ্ছে না।’
ভারতীয় সিনেমা আমদানি কারক আরেক প্রতিষ্ঠান বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ নিশ্চিত করেছেন ‘পুষ্পা ২—দ্য রুল’ তারা আনবে না।
দুই সপ্তাহ আগে দ্য অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২—দ্য রুল’ আমদানির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।
তাই সব মিলিয়ে আলোচিত ছবিটির জন্য দেশের দর্শকরা মুখিয়ে থাকলেও, বাংলাদেশে ছবিটির মুক্তির বিষয়টি একেবারেই অনিশ্চিত।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। ফার্স্ট ডে ফার্স্ট শো থেকেই ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শুরু করে ছবিটি। পর্দার পুষ্পারাজ শ্রীবল্লিকে পছন্দ করেন সবাই। বক্স অফিসেও ছবিটি করে তান্ডব। এই সিনেমায় অর্জুনের সাথে জুটি বেঁধেছেন দক্ষিণী ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা। দ্বিতীয় ছবিতেও দেখা যাবে এই জুটিকেই আর বিশেষ চমক হিসেবে আইটেম গানে থাকবেন শ্রদ্ধা কাপুর। ‘পুষ্পা ২’ পরিচালনা করেছেন সুকুমার।