Martian Love নামক সৃজনশীল মিউজিক গ্রুপ ২৮ এপ্রিল প্রকাশ করেছে তাদের নতুন একক “Where You Want”, যা কিনা বাংলাদেশের প্রথম AI-Generated Music Video হিসেবে পরিচিতি লাভ করেছে। ভিডিওটি তৈরি করতে সহায়তা করেছে The Wider Collective। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে এই অভূতপূর্ব উদ্যোগটি সৃজনশীল শিল্পে এর সীমাহীন সম্ভাবনাকে প্রদর্শন করে। শিল্পের সাথে প্রযুক্তির সংমিশ্রণ ঘটলে কতটা সৃষ্টিশীল কাজ এদেশ দেখতে পারে, তা এই প্রকল্পের দ্বারা বোঝা যায়। একটি চরিত্রকে অনুসরণ করে “Where You Want” ভিডিওটি চলতে থাকে ঢাকার এক বিচিত্র পথ ধরে। এখানে Cyberpunk City-র স্টাইলে ঢাকার এক বিকল্প বাস্তবতার রাস্তা আকর্ষণীয় ভিজ্যুয়াল দিয়ে সাজানো হয়েছে। মিউজিক ভিডিওর নাম: Where You Want পরিচালনায়: আখলাক সিদ্দিক, সিনেমাটোগ্রাফিতে: আলী হাসিব ও মাহদিন নবী খান, সম্পাদনায়: আলী হাসিব,ভিজুয়াল নির্মাণে: এহফাজ রেজওয়ান এবং মেহরাব আনোয়ার তথ্য: সংগৃহীত
তথ্য উপদেষ্টার সাথে রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ…