মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪৬তম আসরে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’।
১৯ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল ছিল মস্কো উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেখানে পুরস্কার গ্রহণ করে নির্মাতা আসিফ ইসলাম জানিয়েছেন, ‘এটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র ১১টি সিনেমা। সেই সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে। আমাদের সিনেমার নাম ঘোষণার পর আমি চমকে উঠি। এই পুরস্কার হাতে নিয়েও আমি একটা ঘোরের মধ্যে আছি। এখানো আমি কাঁপছি। কথা বলতে পারছি না। এই অর্জনটা আমাদের অনেক কিছু দিয়েছে।’
জীবনের প্রথম সিনেমা তাও খুব ছোট একটা টিম নিয়ে নির্মিত সিনেমা। তাই মস্কো উৎসবের এই জয় নির্মাতার কাছে অনেক বেশি কিছু। উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে এবং প্রদর্শনীতে উপস্থিত থাকতে যথাসমইয়েই মস্কো চলে গিয়েছিলেন পরিচালক আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম অর্চি।