দেশের রাজনৈতিক পরিস্থিতির চাপ নিয়েও ১০ উইকেটের বিশাল ব্যবধানে প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ। বাংলাদেশ দলের এমন ঐতিহাসিক বিজয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও মেতেছেন উচ্ছ্বাসে।
ঐতিহাসিক জয়ের পরপরই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন ‘জলে উঠো বাংলাদেশ’- গীতিকার রবিউল ইসলাম জীবন। এ সময় তার সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী আরিফিন রুমি ও কাজী শুভ।
বাংলাদেশ দলের এই বিজয়ে উচ্ছ্বাসিত মডেল, অভিনেত্রী ও উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা জানিয়েছেন, ‘২১ বছর সময় লেগেছে পাকিস্তানের বিপক্ষে বিজয় পেতে, তাও আবার পাকিস্তানেরই মাটিতে। তাও আবার এত কিছুর মধ্যে। সত্যি এটা অবিশ্বাস্য। এই জয় আনন্দের, ভীষণ আনন্দ লাগছে। এই মুহূর্তটা পুরো বাংলাদেশের জন্য গর্বের।’
উচ্ছ্বাস প্রকাশ করে মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা নীল হুরেরজাহান জানিয়েছেন, ‘আমি অনেক বেশি খুশি এবং গর্বিত। তবে সময়ের কারণে আনন্দটা বুঝতে পারছি না। যদিও সাকিবের বিষয়টা খুবই হতাশার। ব্যাপারটা এমন হয়েছে যে একজনের বিরুদ্ধে মার্ডার কেস দিয়েছে, অন্যদিকে সে খেলতেছে। বিশ্ব ইতিহাসে এটা বিরল।’
জয়ের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রনায়ক সাইমন সাদিক বলেছেন, ‘তাদের (পাকিস্তান) বিপক্ষে প্রথম টেস্ট জয় অনেক ভালো লাগার এবং আরামের। ক্রিকেটে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড জন্ম দেওয়া ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। যিনি আমার দেশের খেলোয়াড়। আমাদের গর্বের ক্রিকেটার।’
অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী জানিয়েছেন, ‘নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর প্রথম জয়, এটাতেই যেন নিয়মিত থাকতে পারি আমরা, এটাই প্রত্যাশা।’