ঢালিউড ইন্ডাস্ট্রিতে চলমান স্থবিরতার মাঝে ঘোষণা এলো শেষ পর্যন্ত ‘রাস্তা’, ‘সাহেব’ ও ‘লীলা’ সিনেমার শুটিং আর হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন ছবি গুলোর পরিচালকেরা।
২০২২ সালের শুরুর দিকে শুটিং শুরু হবার কথা ছিল সিয়াম ও নবাগত স্নিগ্ধা চৌধুরীকে নিয়ে পরিচালক রায়হান রাফি নির্মাণ করবেন ‘রাস্তা’ ছবিটি। ছবিতে পরিচালকের পারিশ্রমিক ছিল ১০১ টাকা আর নায়ক সিয়াম নিয়েছিলেন ১ হাজার ১ টাকা। যা নিয়ে তখন বেশ আলোচনা হয়। কিন্তু পরে আর ছবিটির শুটিং হয়নি।
বিষয়টি নিয়ে ‘রাস্তা’র প্রযোজক আবদুল আজিজ জানিয়েছেন, ‘শিল্পী, পরিচালক সবার সঙ্গেই চুক্তি হয়েছিল। কিন্তু পরে সিয়াম আরও সময় চাইলেন। গল্পের কারণেও একটু ভয় পাচ্ছিলাম। তারপরও ছবিটি করার ইচ্ছা ছিল। ভাবছিলাম ২০২৩ সালের মাঝামাঝিতে শুরু করব। তখনো সম্ভব হয়নি। এত দিন হয়ে গেল, এখন মনে হচ্ছে আর হয়তো ছবিটি করা হবে না।‘
ঈদুল আযহায় মুক্তির আশায় থাকা আদর আজাদ ও পূজা চেরীর ‘লীলা’সিনেমার শুটিং ২২ মার্চ শুরুর কথা থাকলেও ঠিক দুই দিন আগেই বাতিল করা হয় সেই শুটিং।
ছবির পরিচালক আলোক হাসান বলেন, ‘শুটিংয়ে যাওয়ার ঠিক দুদিন আগেই বাতিল হয়েছে। ছবির প্রি-প্রোডাকশন খরচ, শিল্পীদের আগাম পারিশ্রমিকসহ প্রায় ২০ থেকে ২২ লাখ টাকা খরচও হয়ে গেছে। কিন্তু সে সময় কী কারণে প্রযোজক পিছিয়ে গেলেন, জানতে পারিনি। ইদানীং প্রযোজকের কথাবার্তায় মনে হচ্ছে ছবিটি আর হচ্ছে না। ছবিটি নিয়ে তার কোনো আগ্রহই দেখছি না। আমিও আশা ছেড়ে দিয়েছি।’
আরেক দিকে গেল আগস্টে শরীফুল রাজ ও কলকাতার নায়িকা ইধিকা পালকে নিয়ে ‘সাহেব’ সিনেমার শুটিং শুরুর কথা ছিল। পরে শুটিং পিছিয়ে যায়।
ছবির পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, ‘আমার কাছে মনে হচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতির কারণে প্রযোজক ছবিটি আর না–ও করতে পারেন। প্রযোজকের কথায় বুঝতে পারছি, ছবিটি নিয়ে এখন আর তার কোনো আগ্রহ নেই। পরে অন্য কোনো প্রযোজক পেলে এই নামে ছবিটি হতেও পারে। তবে শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না।’