কিছুদিন ধরে নারীদের কপালে বাঁকা টিপের সেলফি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কারণ খুঁজতে গিয়ে জানা গেলো নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে চলছে হ্যাশট্যাগ অড ডট সেলফি।
যেই টিপ নারীর সাজসজ্জায় ব্যবহৃত হয় তার রূপে নতুন মাত্রা আনতে। এবার সেই টিপ হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। মূলত রেডিও স্বাধীনের উদ্যোগে চলছে আমার প্রতিবাদের ভাষা #odddotselfie’ স্লোগানে অভিনব প্রতিবাদ। ক্যাম্পেইনের অংশ হিসেবে টানা ৭ দিন ‘অড ডট সেলফি’ প্রোগ্রামের আয়োজন করেছেন তারা।
প্রতিবাদে কপালে দুই ভ্রুর মাঝে নয়, আরেকটু দূরে ডানে বা বামে সরিয়ে টিপ পড়ে ছবি শেয়ার করছেন দেশের বিনোদন জগৎ, নারী অধিকারকর্মীদের থেকে শুরু করে সাধারণ নারীরাও। ছবির ক্যাপশনে #Odd Dot Selfie লেখতে ভুলছেন না কেও।
নিজের কপালে বাঁকা টিপ পড়া ছবি পোস্ট করে দুইবাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে। রক্তে মেখে যাচ্ছে তাদের শোভন সৌন্দর্য। মানুষ হিসেবে তাদের মর্যাদা খসে পড়ছে।’
তার পোস্টে সবাইকে নারী নির্যাতনের প্রতিবাদ আহবান ও জানিয়েছেন জয়া।
ইনফ্লুয়েন্সার নাজিবা নওশিন ফেসবুকে লিখেছেন, ‘আমরা নারীরা টিপ পরি, এটি আমাদের কালচার। কপালের সেই টিপ সরিয়ে দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা এবার প্রতিবাদ জানাচ্ছি।’
এই প্রতিবাদে নীরব ছিলেন না অভিনেত্রী সারা যাকেরও।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ হয় না।’
সেই ট্যাবু ভেঙে ‘বাঁক টিপের’ সেলফি তুলে ফেইসবুকে পোস্ট করে সবাইকে প্রতিবাদীর কাতারে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন তিশাও।
লেখা: নূফসাত নাদ্বরুন