স্পেনের বিশ্বকাপজয়ী ও বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ আসলেন বলিউড পাড়ায়। সম্প্রতি তিনি হাজির হয়েছেন অভিনেতা ও নির্মাতা রীতেশ দেশমুখের সিনেমার সেটে। তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও বন্ধুরাও।
জানা গেছে, বার্সেলোনা কিংবদন্তিরা সম্প্রতি রিয়াল মাদ্রিদের কিংবদন্তিদের মুখোমুখি হয়েছিলেন মুম্বাইতে। সেখানে ছিলেন জাভিও। সে ম্যাচে ২-০ গোলে হারলেও এরপর ভারত ঘুরে দেখতে বের হন জাভি। সে সফরেরই অংশ ছিল রীতেশের সিনেমার সেটে ভ্রমণ।
তিনি যখন গিয়েছিলেন, তখন চলছিল ‘রাজা শিবাজী’ সিনেমার কাজ। সে সেটে তিনি দুই ঘণ্টার বেশি সময় কাটান। তিনি ঘুরে দেখেন বিশাল ও দৃষ্টিনন্দন সেট, যা ছত্রপতি শিবাজি মহারাজের বীরত্বপূর্ণ সময়কে ফুটিয়ে তোলে।
রীতেশ নিজের ইনস্টাগ্রামে জাভিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘এখনও নিজেকে চিমটি কাটছি। কিংবদন্তি জাভি এবং নুরিয়া কুনিয়েরাকে আমাদের সিনেমার সেটে আসার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনারা যেভাবে পরিবার ও বন্ধুদের সাথে এনেছিলেন, তাতে আমরা সত্যিই সম্মানিত। আপনার উপস্থিতি আমাদের পুরো দিনকে আলোকিত করেছে।’
তিনি আরও লেখেন, ‘আপনার খেলোয়াড়ি সাফল্যের মতোই আপনার বিনয়ও অসাধারণ। আমার সন্তানরা এখনো হাসছে, আমিও। আপনাদের পরিবারের জন্য রইল অনেক ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা।’
‘রাজা শিবাজি’ সিনেমাটি জিও স্টুডিওস উপস্থাপনায় আসছে। এটি প্রযোজনা করছে মুম্বাই ফিল্ম কোম্পানি। ছবিটি পরিচালনা করছেন রীতেশ দেশমুখ নিজেই। প্রযোজক হিসেবে আছেন জ্যোতি দেশপাণ্ডে ও জেনেলিয়া দেশমুখ।