বলিউডের প্রথম সারির নির্মাতাদের একজন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি বিগত কয়েক বছরের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নিজের বিরক্তির কথা বলেছেন তিনি।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সাথে এক সাক্ষাৎকারে নির্মাতা অনুরাগ জানিয়েছেন, ‘বর্তমানে বলিউডে যে ছবি গুলো রয়েছে, সেগুলোর রিমেক বানানো হয়। এই মানসিকতাতেই আমার সমস্যা। ইদানীং সিনেমা তৈরির আগেই কীভাবে সিনেমাকে বিক্রি করা হয়, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। ছবি তৈরির মধ্যে যে আনন্দ রয়েছে, তা কোথাও গিয়ে মিসিং। এই ধরনের কাজ আমাকে বিরক্ত করে। সেই কারণেই নতুন বছরে আমি মুম্বাই ছেড়ে দক্ষিণে পাড়ি দিচ্ছি।’
নির্মাতার ভাষ্য, ‘দক্ষিণে এখনও সিনেমা তৈরির মধ্যে আনন্দ রয়েছে। আমি বৃদ্ধ হয়েই মরতে চাই। আমি খুবই হতাশ, খুবই বিরক্ত মুম্বাই ইন্ডাস্ট্রির কাজ নিয়ে। বিরক্ত এখানকার মানুষদের মানসিকতা নিয়ে। এখানে শুধুই রিমেক চলছে। নতুন কিছু ভাবনা বা তৈরির ইচ্ছেই নেই। একই বিষয়ের পিছনে সবাই ছুটছে। যা অসহ্য।’
উল্লেখ্য, নব্বইয়ের দশকে এক বুক ভরা স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি জমিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। ছয় রুপি ভাড়া দিয়ে ফুটপাতে রাত কাটিয়ে বলিউডের শীর্ষ সাড়ির নির্মাতা হয়ে দেখিয়েছিলেন তিনি।