‘গ্যাংস্টার’ সিনেমা দিয়ে এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের হিরো আলম। ব্যবসায়ী আরাভ খানের প্রযোজনায় ছবিতে তার সাথে জুটি বাঁধবেন রাখি সাওয়ান্ত।
নিজের ব্যক্তিগত ফেসবুকে হিরো আলম লেখেন, “আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন।”
সিনেমার শুটিং নির্বাচনের পর শুরু করবেন বলেও জানান অভিনেতা। বিভিন্ন দেশে সিনেমার শুটিং করবেন ‘গ্যাংস্টার’ টিম। বিশেষ করে সিনেমার সিংহ অংশ ধারণ করা হবে দুবাইতে।
আশরাফুল আলম ওরফে হিরো আলম আর রাখি সাওয়ান্ত বরাবরই থাকেন বিতর্কের কেন্দ্রে। আর এবার তাদের একসাথে দেখা যাবে রুপালী পর্দায়। কতটা সাড়া ফেলবে আলম-রাখির ‘গ্যাংস্টার’? উত্তরটা এখন কেবল সময়ের অপেক্ষা।