২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সফলতা পাননি ক্যারিয়ারের প্রথম ছবিতে, এমনকি তা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। একজন বহিরাগত হয়ে বলিউডের মত ইন্ডস্ট্রিতে টিকে থাকাটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার হলেও অভিনেত্রী কাজ করে যাচ্ছেন প্রায় দুই দশক ধরে।
ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুর দিকে বলিপাড়ায় তাকে সাহায্য করেছেন অনেকেই। যার মধ্যে আছেন নায়িকারাও। তাদের মধ্যে দুইজন নায়িকার প্রতি ক্যাটরিনা কৃতজ্ঞও।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা উল্লেখ করেছেন প্রিয়াংকা চোপড়া ও লারা দত্তের কথা। তার ভাষ্যমতে, প্রিয়াংকা ও লারার কাছ থেকেই নাকি তিনি নাচের তালিম নিয়েছেন। এই দুই অভিনেত্রী নাচে বেশ পারদর্শী। পর্দায় নৃত্য পরিবেশন করে দর্শকদের মোহিত করে রাখার ক্ষমতা আছে দুজনেরই। ক্যাটরিনাকে হাতে ধরে নাচ শিখিয়েছেন তারা।
বিশেষ করে প্রিয়াংকা-লারার থেকে কত্থকের প্রশিক্ষণ নিয়েছেন ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া?’ খ্যাত এই অভিনেত্রী। প্রসঙ্গক্রমে স্মৃতির পাতা থেকে ক্যাটরিনা বলেন, ‘বলিউডি সিনেমায় কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। হিন্দি শিখতে শুরু করি। সেই সময় কত্থকের ক্লাসেও ভর্তি হই। প্রিয়াংকা ছিল সেই ক্লাসের ‘স্টার’। প্রিয়াংকা সবচেয়ে ভাল নাচ করতো। তাই আমিও ওর কাছ থেকেই শিখে নিতাম।’
প্রসঙ্গত, রূপালি পর্দায় হাতেখড়ি হওয়ার আগে মডেলিং করতেন ক্যাটরিনা। পরবর্তীতে সিনেমার আত্মপ্রকাশ করার পর অভিনেতা সালমান খানের বিপরীতে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া?’ সিনেমার অভিনয় করে দর্শকদের সুনজরে আসেন তিনি।