যশ রাজ ফিল্মসের আসন্ন বলিউড রোমান্টিক সিনেমা “সাইয়ারা” ভারতে রেকর্ড গড়েছে। ডেব্যু ফিল্ম হিসেবে ছবির অগ্রিম টিকেট বিক্রিতে প্রথম ২৪ ঘন্টায় প্রায় ৪৫,০০০ এরও বেশি টিকিট বিক্রি হয়েছে, যা এর আগে কখনো হয়নি।
মোহিত সুরি পরিচালিত এই ছবিতে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অহান পান্ডের। তার বিপরীতে আছেন উদীয়মান তারকা অভিনেত্রী অনিত পদ্দা যিনি প্রাইম ভিডিওর “বিগ গার্লস ডোন্ট ক্রাই’তে অভিনয় করে নজরে আসেন।
এই ছবির মার্কেটিং কৌশল বলতে গেলে নেয়াই হয়নি। প্রধান অভিনেতাদের জনসাধারণের সামনে কোন উপস্থিতি এবং সাক্ষাৎকার কিছুই করা হয়নি। রাখা হয়েছে এক ধরনের রহস্য। কেবল প্রচারণার জন্য ছবিটির গান এবং সিনেমার গল্পের উপর মনোযোগ দিয়েই করা হয়েছে মার্কেটিং আর তাতেই হয়ে গেল বাজিমাত।
পরিচালক মোহিত সুরি বলেন “আমরা অত্যন্ত বিশুদ্ধ একটি ছবি তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছি এবং আমি খুশি যে এটি দর্শকদের সাথে সংযোগ স্থাপন করছে এবং তাদের সায়ারা দেখতে আগ্রহী করছে।”
তিনি আরো বলেন, “আমরা দর্শকদের কাছে ছবিটিকে অতিরিক্ত বিক্রি করার চেষ্টা করিনি। আমাদের প্রচারণা আন্তরিক এবং আমরা এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে খুব খুশি।”
‘সাইয়ারা’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৮ জুলাই।