একের পর এক ব্যর্থতার পর নায়ক থেকে একেবারে খলনায়ক হয়ে ফিরে এলেন অর্জুন কাপুর। গত ১০-১১ বছরে ১০টি ফ্লপ সিনেমার বোঝা এই স্টার কিডের ঘাড়ে।
২০১৪ সালের পর অর্জুন কাপুরের আর কোনো ব্যবসাসফল সিনেমা নেই। এর মধ্যে কারিনা কাপুরের সঙ্গেও করা ‘কি অ্যান্ড কা’ ছবিটি কোনও রকমে চলেছে। ‘হাফ গার্লফ্রেন্ড’ ও ‘মুবারাকান’—গড়পড়তা ব্যবসা করেছে। কিন্তু ‘এক ভিলেন রিটার্নস’, ‘দ্য লেডি কিলার’, ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’, ‘পানিপাত’, ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’, ‘নমস্তে ইংল্যান্ড’, ‘ফাইন্ডিং ফ্যানি’, ‘তেভার’ ও ‘আওরঙ্গজেব’ ছবিগুলো বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ে। এরপর আছে মালাইকা আরোরার সাথে প্রেম নিয়ে গুজবের বাহার। এই সম্পর্ক আছে- এই আবার নেই।
সব মিলিয়ে অর্জুনের ক্যারিয়ারে সুবাতাস যখন ভিন্ন দিকে প্রবাহিত, তখনই ৩৫০ কোটি রূপী বাজেটের মুভি দিয়ে ফিরছেন তিনি।
আর তা হলো, রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’। এ ছবি দিয়ে হিটের দেখা পাওয়ার আশা করছেন এই অভিনেতা। এ ছবিতে অর্জুন কাপুরকে অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফের বিপরীতে ভিলেনের চরিত্রে দেখা যাবে। যেখানে কেউ রাম বা কেউ হনুমান, সেখানে অর্জুন একেবারে রাবণ রূপে এলেন।