জায়েদকে চুপ করে শুধু কথা শুনতে বলেছেন মেহের আফরোজ শাওন। তবে আক্রমণ করে নয়, পরামর্শ হিসেবেই অভিনেতাকে তা বলেছেন শাওন।
৩০ জুলাই ছিল জায়েদ খানের জন্মদিন । অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য রাত ১১ টা ৫৫ মিনিটে ফেসবুকে একটি পোস্ট করেন নায়িকা। সেখানে তিনি লেখেন “কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন”।
তিনি জায়েদের সরলতার প্রশংসা করেই এই উপদেশ দেন। পোস্টটি যে মজার ছলে করা হয়নি তাও পোস্টটিতে উল্লেখ করে দেন শাওন।
অভিনেত্রীর কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে বরাবরই উচ্ছ্বসিত জায়েদ।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে গিয়ে জায়েদ খানের সাথে দেখা হয় মেহের আফরোজ শাওনের । অনুষ্ঠানটি থেকে তোলা তাদের একটি গ্রুপ ছবি বেশ ভাইরালও হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।