Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুলাই ১, ২০২৪
Your Image

বর্ষণের ‘অমীমাংসিত’-র ভাগ্য অমীমাংসিত!

ইমতিয়াজ বর্ষণ । ছবি: ফেসবুক

‘অমীমাংসিত’ মুক্তির দিন ধার্য করা থাকলেও, ২৯ ফেব্রুয়ারি ওটিটি-তে আসছে না ওয়েবফিল্মটি।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পরিচালক রিয়াজ আহমেদ মুক্তি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘২৯ ফেব্রুয়ারি কনটেন্টটি মুক্তি দিতে আমরা প্রস্তুত না।’

এছাড়াও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন ইমতিয়াজ বর্ষণ নিজেও, একটি পোস্টার পোস্ট করে তিনি লেখেন, ‘অনিবার্য কারণবশত রায়হান রাফী পরিচালিত iscreen অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ ২৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে না। খুব দ্রুতই মুক্তির নতুন তারিখ জানিয়ে দেয়া হবে। সে পর্যন্ত অপেক্ষা চলমান থাকুক ‘অমীমাংসিত’-এর।’

সরাসরি কেউ আসল কারণ উল্লেখ না করলেও একটি বিশ্বস্ত সূত্রের খবরে জানা গেছে, মূলত ‘অমীমাংসিত’ একটি ঝুঁকিপূর্ণ কনটেন্ট হতে পারে। তাই মুক্তির আগেই এর সেন্সর করার প্রয়োজন বলে একটি চিঠি পাঠানো হয়েছে ওটিটি কর্তাদের। তাই আপাতত মুক্তি পাচ্ছে না ওয়েবফিল্মটি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন প্রথমে সেন্সর বোর্ডে ‘অমীমাংসিত’ জমা দেবে। তারপর মুক্তির তারিখ নির্ধারণ হবে।

নেটিজেনদের কেউ কেউ বলছে, যে চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় পেছালো শতাধিকবার, সেই আলোকে কোনও সিনেমা তৈরি হলে তার পরিণতি আর কী-ই বা হবে?

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটির ৪০ সেকেন্ডের টিজার প্রকাশের পর অন্তর্জালে আলোচনার ঝড় ওঠে। সেখানে একটি হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়। অনেকেই ধারণা করেন এটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে নির্মাণ করা হয়েছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভিকির পরিচালনায় আসছে রহস্যময় নাদিয়া-ফারিণ

দীর্ঘদিন পরে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জ-তে শর্টফিল্ম নিয়ে ফিরছেন নির্মাতা ভিকি জাহেদ। ‘একটি খোলা জানালা’ শিরোনামের…

শাশ্বত চট্টোপাধ্যায়ের বাংলাদেশের সিরিজে অভিষেক

বাংলাদেশে অভিষেক করতে চলেছেন পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ‘কারাগার’ খ্যাত বাংলাদেশি…

দীপ্ত প্লেতে ডাবিং সিরিজ ‘গাইবো তোমার জন্য’

২০২৪ সালের ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’র আয়োজনের মাঝে রয়েছে দক্ষিণ কোরিয়ান সিরিজ। ঈদের দিন…
0
Share