Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

বরিশালের মরিয়ম ও নূরের পাশে দাঁড়ালেন পরীমণি

পরীমণি

মরিয়ম ও নূর নামের দুই মা হারানো সন্তানের পাশে দাঁড়ালেন  পরীমণি।

২০ জুলাই অভিনেত্রী স্থানীয় কনটেন্ট নির্মাতা সাব্বির খানের সাথে যোগাযোগ করে  মরিয়ম ও নূরের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী দিপু  বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

২০২১ সালের ৩০ ডিসেম্বর আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন নূর ও মরিয়মের মা  মারজান।  এ ঘটনায় আত্মহত্যার  প্ররোচনা মামলায় ৪ মাস ১৮ দিন কারাগারে কাটান তাদের বাবা  রনি সিকদার । জেল থেকে মুক্তি পেয়েই  দুই সন্তানের দায়িত্ব নেন তিনি।

কিন্তু মা ছাড়া কিভাবে সন্তানের লালন-পালন সম্ভব?

রিকশাচালক বাবা  উপায়ান্তর না দেখে তাই  সন্তানদের বাড়িতে তালা দিয়ে রেখেই প্রতিদিন রোজগারের তাগিদে বের হচ্ছিলেন। মরিয়মের বয়স তিন, নূরের বয়স দুই বছরও পূর্ণ হয়নি। তালাবন্দি অবস্থাতেই  ক্ষুদে দুই শিশুর সারাদিন কাটাতে হয়। শৌচকর্ম সাড়ারও কোন উপায় নেই। প্রতিবেশীদের দয়া হলে পানি, বিস্কুট জোটে, নাহলে সারাদিন ক্ষুধা-পিপাসায় দিন কাটে তাদের।

 মরিয়ম ও নূরের  এ দুরবস্থার কথা গণমাধ্যমে আসতেই তাদের সহায়তায় এগিয়ে আসে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরুজ্জামান। মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত দিবাযত্ন কেন্দ্র থেকে  নূর ও মরিয়মের দেখাশোনার দায়িত্বও নেয়া হয়। প্রধানমন্ত্রীর তরফ থেকে রনিকে  নতুন ঘর  দেওয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে ।  একটি  রিকশাও উপহার পেয়েছেন  রনি। আর এর মধ্যেই পরীমণির সন্তান দুটির দায়িত্ব নেওয়ার  খবর গণমাধ্যমে আসে।

পরীমণি নিজেও মা ছাড়া বড় হয়েছেন। তাই ১২ জুলাই গণমাধ্যমে খবরটি প্রকাশ পেতেই রাতের  ঘুম হারিয়ে ফেলেন অভিনেত্রী। আর তাই শিশু দুটির দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরী। 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
Exit mobile version