Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫

বয়স এক বছর করে কিন্তু কমছে- রুনা খান

বয়স চল্লিশের কোটায় থাকলেও ঠিক বোঝা যায় না বয়সটা তার কত। কখনও বাঙালি সাজে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে, ভক্তদের মুগ্ধ করতে যেন সর্বদাই উচ্ছ্বসিত থাকেন রুনা খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান বলেন অতিরিক্ত ওজনের কারণে এক সময় শারীরিক অসুবিধা বোধ করতেন তিনি। সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘অতিরিক্ত ওজনের কারণে খুব শারীরিক অসুবিধা বোধ করেছি আমরা হাঁটুতে ব্যথার পাশাপাশি আমার ব্যাক পেইন হতো। সে সময় কাটিয়ে উঠে এখন একটু স্বাস্থ্যকর জীবন যাপন করার চেষ্টা করছি’।

অভিনেত্রী রুনা খান | ছবি: ফেসবুক

বয়স নিয়ে তিনি বলেন, ‘বয়স কোনো নম্বর না, সৃষ্টিকর্তা একটা সংখ্যা দিয়ে পাঠিয়েছেন। তিনিই জানেন সংখ্যাটা কত ওখান থেকে এক বছর করে কিন্তু কমছে। আর তার কাছে যে সংখ্যাটা রাখা আছে সেই সংখ্যা থেকে কমছে’।

 নিজেকে সুস্থ রাখার জন্য কি করেন রুনা খান জিজ্ঞেস করতেই বলেন, ‘আমি ভাত, মাছ, ডাল, শাক-সবজি এসব খাই তবে হ্যাঁ আমি একটা স্বাস্থ্যকর জীবনের মধ্যে থাকার চেষ্টা করি । ৭-৮ ঘণ্টা ঘুম, যেটুকু খাবার খাওয়া দরকার সেটুকু খাওয়া আর আমার মন ভালো অনেক আমার মনে অনেক আরাম’।

সম্প্রতি, রুনা খান ও তার ভাই সম্পত্তি ভাগাভাগি নিয়ে বেশ আলোচনায় এসেছেন। যেখানে দেখা যায়, রুনা খানের ভাই বাবার মোট সম্পত্তির অর্ধেকই তার বোন রুনা খানের নামে লিখে দিয়েছেন।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

২৭ ফেব্রুয়ারি আসছে রুপন্তীর ‘হিন্দি ভিন্দি’

তরুণ অভিনেত্রী রুপন্তী আকিদ অভিনীত সিনেমা ‘হিন্দি ভিন্দি’ ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি…

নদীর কূলে দাঁড়িয়ে ঘুর্নি তুললেন জয়া আহসান

পোশাক যেন জয়া আহসানকে পেলেই সুন্দর হয়ে উঠে। দিন কয়েক আগে সবুজ ব্লাউজের সাথে লাল বেনারসির চমৎকার এক…

পিতার নাটক পুনর্নির্মাণ করছেন নুহাশ হ‍ুমায়ূন

পিতার পদচিহ্ন অনুসরন করতে যাচ্ছেন নুহাশ হুমায়ূন। ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু-কে নিয়ে বানানো হুমায়ূন…

জেনে নিন তাহসানের প্রিয় উপস্থাপকদের 

বঙ্গ-এর ফ্র্যাঞ্চাইজিতে এনটিভিতে চলছে ‘ফ্যামিলি ফিউড’ শো। এনটিভিতে প্রচারের পর এটি বঙ্গ অ্যাপেও দেখা যাচ্ছে।…
Exit mobile version