গত ২৪ মে ছিলো মার্কিন গায়ক ও গীতিকার রবার্ট অ্যালেন জিমারম্যান- এর জন্মদিন। সংগীত বিশ্ব যাকে বব ডিলান নামে চেনে। হাতে গিটার আর গলায় ঝোলানো হারমোনিকা যার ট্রেডমার্ক। বব ডিলান ১৯৪১ সালে আমেরিকার মিনেসোটার ডেলুথে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় মাউথ অর্গান এবং গিটারে তালিম নেন এই শিল্পী। পড়াশুনা করেন আর্ট কলেজে। পঞ্চাশ দশকের শেষার্ধে লোকসংগীত দিয়ে সুরের ভুবনে বব ডিলানের যাত্রা শুরু। ষাটের দশকের শুরুতে রক সংগীতের দিকে ঝুঁকে পড়েন বব ডিলান।
এগারোবার গ্র্যামিসহ গোল্ডেন গ্লোব আর অস্কার ছাড়াও আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এই অনন্য সংগীত ব্যাক্তিত্ব৷ সংগীতের পাশাপাশি কবিতা, ছবি আঁকা, চলচ্চিত্র এবং রেডিও শোতে প্রায় সমান দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি ৷
অ্যামেরিকার সংগীত ধারায় নতুন কাব্যিক দ্যোতনা সৃষ্টির জন্য রক, ফোক ও কান্ট্রি মিউজিকের এই কিংবদন্তিকে ভূষিত করা হয় নোবেল পুরস্কারেও।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালীন সময়ে নিউ ইয়র্কে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ জর্জ হ্যারিসন, পন্ডিত রবিশঙ্করের পাশাপাশি ছিলেন বব ডিলানও। আমেরিকার সিভিল রাইটস মুভমেন্ট এবং ভিয়েতনামের ওপর মার্কিন আগ্রাসনের প্রতিবাদে লিখেছেন, গেয়েছেন গান। দেখে নেয়া যাক এই মহান সঙ্গীতজ্ঞ, বিপ্লবীর কয়েকটি জনপ্রিয় গানের নাম।
মি. ট্যাম্বুরিন ম্যান
ব্লোয়িং ইন দ্য উইন্ড
লাইক অ্যা রোলিং স্টোন
অ্যা হার্ড রেইনস অ্যা গনা ফল
ম্যে ইউ স্টে ফরএভার ইয়াং
এভরি গ্রেইন অব স্যান্ড
আই শ্যাল বি রিলিইজড
জাস্ট লাইক এ ওম্যান
ডোন্ট থিঙ্ক টোয়াইচ, ইটস অলরাইট
ওয়ান মোর কাপ অব কফি।
এছাড়াও অসংখ্য গান দিয়ে মাতিয়েছেন পুরো বিশ্বকে। এখনো তার গান প্রতিবাদের ভাষায় কিংবা মনের গহীনে সাহস জোগায় মানুষদের।