ব্লকবাস্টার হিট দক্ষিণী ‘থেরি’ সিনেমার নকল করেও শেষ রক্ষা হলো না। চলতি বছরেও নিজের নতুন সিনেমা ‘বেবি জন’ দিয়ে ক্যামব্যক করতে ব্যর্থ হলেন বরুণ ধাওয়ান।
ক্রিসমাস, এমনকি নিউ ইয়ারের মত বড় দুটি এভেন্টের সুবিধা নিয়েও দর্শকদের হলমুখী করতে ব্যর্থ হয়েছে বরুণ-এটলির ‘বেবি জন’ সিনেমাটি। নাচ, গান, আবেগ, অ্যাকশন, পারিবারিক সম্পর্ক সবকিছুর পরিপূর্ণতা থাকার পরেও মুক্তির ৮ দিনে সিনেমার মোট বাজেটের সিকি ভাগও তুলতে পারেনি ‘বেবি জন’।
ভারতীয় বক্স অফিসের তথ্যমতে, ১৬০ কোটি রুপির বাজেটে নির্মিত সিনেমাটি বছরের শেষ দিন মানে ৩১ ডিসেম্বর আয় করেছিল ২ দশমিক ১৫ কোটি। কালীস পরিচালিত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহান্তে মাত্র ৪ দশমিক ৭৫ কোটি কালেকশন করেছিল। ‘বেবি জন’ বক্স অফিসের খাতা খুলেছিল ১১ দশমিক ২৫ কোটি দিয়ে। অর্থাৎ এখন পর্যন্ত ছবিটি টেনেটুনে আয় করেছে ৩৫ দশমিক ৪ কোটি। এরপর এই অ্যাকশনধর্মী ছবিটি দুই অঙ্কের সংখ্যা ছুঁতে পারেনি, আর যা অত্যন্ত হতাশজনক।
উল্লেখ্য, ‘বেবি জন’ সিনেমায় বরুণ ছাড়া আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ, ওটিটিতে জনপ্রিয়তা পাওয়া ওয়ামিকা গাব্বি, প্রখ্যাত অভিনেতা জ্যাকি শ্রফসহ আরও অনেকে। অতিথি চরিত্রে দেখা গেছে সালমান খান ও দিলজিৎ দোসাঞ্জকে।