প্রকাশ পেয়েছে ‘এমআর-৯: ডু অর ডাই’ ছবির ট্রেলার। ২৫ জুলাই রাত আটটায় মুক্তিপ্রাপ্ত ট্রেলারটি প্রকাশের ৪০ ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে তিন লাখের কাছাকাছি ভিউ পেয়েছে।
কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’র ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচারস ও আল ব্রাভো ফিল্মস।
৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটিতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়াও অন্যান্য চরিত্রে আছেন সাক্ষী প্রধান, শহীদুল আলম সাচ্চু,মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলোর মত তারকারা ।
সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর। নির্মাতা আসিফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালক হিসেবে যুক্ত ছিলেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ।
তবে কবে বড় পর্দায় দর্শক দেখতে পাবে মাসুদ রানাকে?
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে,২০২৩ সালের ২৫ আগস্ট ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় নির্মিত ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহ ছাড়াও কানাডা ও আমেরিকার ১৫০টি স্ক্রিনে দেখতে পাবে দর্শক ।