Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

‘বঙ্গবন্ধু’ নাম বাদ দিচ্ছে ফিল্ম সিটি

ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম । ছবি: গুগল

বদলে ফেলা হচ্ছে গাজীপুরের কবিরপুরে অবস্থিত বঙ্গবন্ধু ফিল্ম সিটির নাম। প্রতিষ্ঠানের নামটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু’। নতুন প্রস্তাবিত নামটি হলো ‘বাংলাদেশ ফিল্ম সিটি’।

বিষয়টি নিয়ে ফিল্ম সিটির ইনচার্জ নাসির উদ্দিন জানান, ‘ফিল্ম সিটির নাম পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। তা এখন পর্যন্ত পাশ হয়নি। প্রস্তাবনায় বলা হয়েছে নতুন নাম হবে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। তবে লিখিতভাবে এখন আমরা কোথাও আগের নামটি ব্যবহার করছি না।’

তিনি যোগ করেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) থেকে নির্দেশ আছে কবিরপুরস্থ ‘বাংলাদেশ ফিল্ম সিটি’ বলতে। ১৯৮০ সালে যখন ফিল্ম সিটি নির্মাণে উদ্যোগ নেওয়া হয় তখন এই নামটিই ছিল। ২০১৫ সালে থেকে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সবকিছু পরিবর্তন হচ্ছে, বাকিটা সবারই জানা আছে।’

কবিরপুরে ফিল্ম সিটিটি অবস্থিত ১০৫ একর জমির উপর। যা নির্মাণে ব্যয় হচ্ছে ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা। ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রকল্পের কাজ শেষ হতে। এ প্রকল্পে শিল্পীদের শুটিংয়ের জন্য আধুনিক সুযোগ-সুবিধা থাকবে বলে জানা গেছে। আধুনিক শুটিং স্পট, ফ্লোর, ভিএফএক্স, যন্ত্রপাতি ও স্টুডিও সবই অন্তর্ভুক্ত এখানে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন, কবিরপুরের ফিল্ম সিটি পুরোপুরি চালু হলে দেশে আরও মানসম্পন্ন সিনেমা নির্মিত হবে। শুটিংয়ের ক্ষেত্রে বিদেশ নির্ভরতার ব্যাপারটিও কমবে। এছাড়াও তারা আশা করছেন, এই প্রকল্পের মাধ্যমে সিনেপ্রেমী দর্শকরা হলমুখী হবে। এতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয়ও হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক সরকারের পতনের পর বিএফডিসি কর্তৃপক্ষ এই ফিল্ম সিটির নাম পরিবর্তনের প্রস্তাব দেয়। বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় ফিল্ম সিটি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মৌসুমী মৌকে সিনেমার প্রস্তাব দিলেন শাকিব খান?

বিষযটা ঠিক প্রস্তাব না হলেও, ফেলে দেওয়া যায় না আবার। মেগাস্টার শাকিব খান বলে কথা। একেবারে ভরা মজলিসে…

সাত মাস পর ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা পল টিল

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ওয়ান ট্রি হিল’ খ্যাত অভিনেতা পল টিল আর নেই। গেল ১৫ নভেম্বর…

‘দরদ’ দেখতে তিন হলের সব টিকিট কিনে নিল রিমার্ক-হারল্যান!

সহকর্মী ও বন্ধুদের সাথে রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’ দেখতে ২২ নভেম্বরের জন্য সিনেপ্লেক্সের তিন…
Exit mobile version