Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৭, ২০২৫

বঙ্গতে শ্রীলেখা-দর্শনার ‘কলকাতা ডায়েরিজ’

সিফাত আমিন, শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিক | ছবি: আইএমডিবি

আগামী ১৮ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে এপার বাংলার নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ওপার বাংলার ওয়েব ফিল্ম ‘কলকাতা ডায়েরিজ’।

ওয়েবফিল্ম প্রসঙ্গে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, ‘কলকাতা ডায়েরিজে আমার নাম অনামিকা। আমি এখানে শর্মির (দর্শনা বণিক) বস। কিন্তু আমি বস হওয়া সত্ত্বেও যেহেতু একটা ক্রিয়েটিভ এরেনার মধ্যে রয়েছি, ফলে খুব ক্লোজ সম্পর্ক আমার শর্মির সাথে। দুই বোনের মতো। বড় দিদির মতো একটু শাসনও করি। সে আমার বাড়িতে মাঝে মাঝে থেকেও যায়। আমরা একসাথে পার্টিও করি। শর্মি তার বন্ধু পিকে-কে পরিচয় করিয়ে দেয়। সুতরাং আমাদের সঙ্গে সে-ও থাকে। আমাদের তিনজনের অনস্ক্রিন-অফস্ক্রিন একটা কেমিস্ট্রিও হয়েছে। কাজটা করে ভালো লেগেছে। এখন কতটা ভালো করতে পারলাম, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’

ওয়েবফিল্মটিতে দেখা যাবে অনামিকা সাহা (শ্রীলেখা মিত্র) একজন সফল উদ্যোক্তা। তার অফিসে কাজ করে শর্মি (দর্শনা বণিক) । বোনের মতোই কাছাকাছি সম্পর্ক তাদের। ঘটনাক্রমে তাদের সঙ্গে যুক্ত হয় স্ট্যান্ডআপ কমেডিয়ান পিকে (সিফাত আমিন শুভ) । জীবনের নানা জটিলতা পেরিয়ে অনামিকা যদিও এখন একজন সফল নারী, তবুও অতীত তার পিছু ছাড়ে না। অনামিকা, শর্মি ও শুভর পারস্পরিক সম্পর্ক ভিন্ন মোড় নেয়, যখন অনামিকার প্রাক্তন স্বামী সুব্রত জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসে।

‘কলকাতা ডাইরিজ’-য়ে শ্রীলেখা, দর্শনা ও সিফাত ছাড়া আরও অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, অভিজিৎ গুহসহ আরও অনেকে। বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে কলকাতা ডায়েরিজের প্রযোজনায় রয়েছেন কাজী জাফরিন মুন। গল্প লিখেছেন বাংলাদেশের খায়রুল বাসার নির্ঝর।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে প্রশ্ন তুললেন পরিমনি

গত ৪ এপ্রিল গৃহকর্মীকে মারধরের অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় জিডি করেছিলেন তার…

‘আমার স্ক্রিনটাইম খুবই কম কিন্তু গল্পে চরিত্রটার ইমপেক্ট রয়েছে’  

বেশ দাপট নিয়ে হলগুলোতে চলছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দাগি’। উন্মুখ হয়ে সিনেমাটি দেখতে যাচ্ছে দর্শকরা।…
Exit mobile version