Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ৯, ২০২৫

বঙ্গতে মুক্তি পেল প্রেম-প্রতিশোধের ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’   

yifi – 1

আজ ৮ মে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পেল সারাহ আলম- শ্যামল মাওলা অভিনীত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। প্রেম আর প্রতিশোধের গল্প নিয়ে সাত পর্বে সাজানো হয়েছে এই ওয়েব সিরিজটি। গত বছর আগস্টের উত্তাল আন্দোলনের মাঝেই করা হয় সিরিজটির শুটিং।

কারফিউ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি, আওয়ামীলীগ সরকারের পতন—এইসব অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ঢাকা–মানিকগঞ্জ আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ দিন শুটিং হয় সিরিজটির। সেই ভয়ার্ত অভিজ্ঞতা নিয়ে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, ‘একবার তো গ্রামের মানুষজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছিল। আমাদের সঙ্গে সাত-আটটা গাড়ি, অভিনয়শিল্পী, কলাকুশলী মিলিয়ে বিশাল বহর; গ্রামবাসী ভয় পেয়ে গিয়েছিল। তখন যা অবস্থা ছিল তাতে তাদের দোষ দেওয়া যায় না।’

শ্যামল মাওলা ও সারাহ আলম | নির্মাতার সৌজন্যে

আসিফ জানান, ২০২৩ সালের দিকে সিরিজটির পরিকল্পনাকরেন তিনি। ইচ্ছা ছিল সীমিত বাজেটে স্বাধীনভাবে সিরিজটি তৈরি করবেন। পরে প্রকল্পটিতে যুক্ত হয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

‘ফ্যাঁকড়া’ মূলত সম্পর্ক আর প্রতিশোধের গল্প। ভালোবাসার মানুষের জন্যএকজন কত কি যে করতে পারে সেটাই সিরিজের মূল থিম। নির্মাতা আসিফ চৌধুরী বলেন ‘‘অনেক সিনেমা বা সিরিজ চরিত্রনির্ভর হয়ে থাকে, তবে আমরা গল্পতে বেশি জোর দিয়েছি। এখানে কেউই নায়ক নয়, সবাই গল্পের অংশ। ছয় থেকে সাতটি প্রধান চরিত্র আছে, যাদের সবারই আছে একটি বিশেষ “অতীত”। শেষ পর্যন্ত তারা কোথায় গিয়ে পৌঁছায়, সেটিই দেখবেন দর্শক,’ ।

অভিনেত্রী নিশাত প্রিয়ম | ছবি: ফেসবুক

গত সপ্তাহেই এসেছে সিরিজটির ৫০ সেকেন্ডের টিজার। ক্যাপশনে লেখা রয়েছে, ‘ভুলে মৃত্যু, পিছু নেয় প্রতিশোধ। সময় চলছে, পালানোর নয়!’ সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ ও আহাম্মদ সাদ। “ফ্যাঁকড়া”য় দেখা যাবে শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, নিদ্রা দে নেহা, পার্থ শেখ, মীর রাব্বি, আবদুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ আরও অনেক নবীন–প্রবীণ শিল্পীকে।

সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শ্যামল মাওলা। তিনি বলেন, সিরিজের পুরো গল্পটা তার কাছে রোমাঞ্চকর মনে হয়েছে, এ জন্য রাজি হতে দ্বিধা করেননি। শ্যামল মাওলার সঙ্গে সিরিজে বেশির ভাগ দৃশ্য করেছেন সারাহ আলম।

সারাহ আলম বলেন, আগেও তিনি শ্যামল মাওলার সঙ্গে কাজ করেছেন; সেই অভিজ্ঞতা এত ভালো ছিল যে দ্বিতীয়বার সুযোগ পেয়েই রাজি হয়ে গেছেন। তা ছাড়া নিজের অভিনীত চরিত্রটিও তার পছন্দ হয়েছে। মিট দ্য প্রেসে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার চরিত্রটি পুরোপুরি নেতিবাচক নয় আবার ইতিবাচকও নয়; দুটের মাঝামাঝি, ধূসর বলতে পারেন। এ ধরনের বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় খুবই উপভোগ করেছি’।

নিদ্রা দে নেহা ও পার্থ শেখ

সিরিজটির অন্যতম চরিত্র এ্যানিতে অভিনয় করেছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। ফ্যাঁকড়া সিরিজটি নিয়ে তিনি বলেন, এটি গল্প নির্ভর চমৎকার একটি সিরিজ যা দর্শকদের ভালো লাগবে। এবং সিরিজটি তার ঈদের গিফট হিসেবে বিবেচনা করছেন তিনি।
সিরিজের অন্যতম চরিত্র নিদ্রা দে নেহা। সিরিজে যুক্ত হওয়ার গল্প নিয়ে তিনি বলেন, এই সিরিজের তিনি সুযোগ পেয়েছিলেন রাতের খাবার খেতে গিয়ে! ‘একবার আমি, প্রান্তর (দস্তিদার, নিদ্রার স্বামী), নির্মাতা আসিফ ভাই আর পার্থ (শেখ) ডিনার করছিলাম। আসিফ ভাই আমার খাওয়া দেখেই বলেন, “তুমিই আমার সিরিজের গোলাপি হতে পারবে।” সিরিজে গোলাপি গ্রামের মেয়ে। আমার খাওয়ার মধ্যে কোথাও একটা সারল্য ছিল, সেটাই হয়তো তাঁর মনে ধরেছে। পরে চিত্রনাট্য পাই, সিরিজটির সঙ্গে যুক্ত হই। বলা যায়, এই প্রথম কোনো প্রকল্পে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলাম,’ বলেন নেহা।

নির্মাতা আসিফ জানান, সিরিজটির দ্বিতীয় মৌসুমও আসতে পারে। নির্মাতা আগে ছিলেন শিল্প নির্দেশক। কাজ করেছেন দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’-এ। এটিই তার প্রথম কোন সিরিজ নির্মাণ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেহজাবীন ও সাই পল্লবীতে মুগ্ধ অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

একাদশ শ্রেণিতে পড়াকালীন সময়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আবির্ভাব ঘটে তাবাসসুম ছোঁয়া’র। এরপর একটু একটু করে…

সব যুদ্ধ ‘স্পনসর’ করা! আমি প্রমাণ করে দেব: নচিকেতা

ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার সূত্রধরে মঙ্গলবার ৭ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ভারত এই…

হামলায় প্রাণ গেল ফিলিস্তিনের শিশুশিল্পী হাসান আয়াদের

“যে শিশুটি মৃত্যুর গান গেয়েছিল, সে এখন যোগ দিয়েছে তার শোকগ্রস্তদের সাথে – তার বিদায় ছিল তার কথার মতোই…

ভারতের আক্রমনকে কাপুরুষতা বললেন পাকিস্তানী তারকারা

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি হয়। এর…
Exit mobile version