চলতি মে মাসের ৮ তারিখে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে আসিফ চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। ইতিমধ্যে সিরিজটির টিজারও প্রকাশ্যে এসেছে। টিজারে সিরিজটির প্রতিপাদ্য লেখা “ভুলে মৃত্যু, পিছু নেয় প্রতিশোধ। সময় চলছে, পালানোর নয়!” পরিচালক আসিফ চৌধুরির এটি প্রথম কোনো সিরিজ নির্মান।
‘ফ্যাঁকড়া’ ওয়েব সিরিজটি প্রেম, বন্ধুত্ব, অপরাধ ও এক ভুলের গল্প। প্রেমিকা গোলাপীকে পেতে সামাদের প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। বন্ধুরা সবাই মিলে করে ছিনতাইয়ের পরিকল্পনা। ছিনতাই করার সময় ভুলবশত এক নারী খুন হয়ে যায়। সেই নারীর স্বামী স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে তাদের পিছু নেয়। এই নিয়েই আগাতে থাকে সিরিজটি। ‘ফ্যাঁকড়া’ ওয়েব সিরিজটি সাত পর্বের। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ।
ওয়েব সিরিজটি নিয়ে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, ‘সিরিজের গল্পটা খুব স্ট্রং। গল্পই দর্শককে পুরো সময় ধরে রাখবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে যারা অভিনয় করেছেন, তারা প্রত্যেকে গুণী অভিনয়শিল্পী। সবাই নিজের চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সামাদ ও গোলাপী চরিত্রকে ঘিরে গল্প শুরু হলেও সিরিজের প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ এতে”
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘ গত আগস্ট মাসের চ্যালেঞ্জিং সময়টাতে শুটিং হয়েছে। শুটিংয়ের সময় নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। সে সময় দেশজুড়ে ডাকাতির ঘটনাও ঘটছিল। রাতে হাইওয়েতে শুটিংয়ের সময় অনেকে আমাদের সন্দেহ করছিলেন। শুটিং আটকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অবশেষে আমাদের কষ্ট সার্থক হচ্ছে। দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে সিরিজটি’।
ফ্যাঁকড়া সিরিজে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপী চরিত্রে নিদ্রা দে নেহা। এতে আরও রয়েছেন তারকা অভিনেতা শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু , হাসনাত রিপন প্রমুখ।