পর্দায় আবারও হাজির হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা সানি দেওল। গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত একশন সিনেমা ‘জাট’। ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। যদিও ছবির শুরুটা ধীরগতিতে হয়েছিল, তবে উইকেন্ডে এটি দারুণ সাফল্য অর্জন করেছে।
এদিকে ১৪ নম্বর দিনে এসেও ভরাডুবি সালমান খানের সিকান্দারের। ১১০ কোটিতেও পৌঁছাতে পারছে না ছবিটি।
সানি দেওলের ‘জাট’ প্রথম দিন- অর্থাৎ মুক্তির দিন আয় করেছিল ৯.৫ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় কিছুটা কম থাকলেও শুক্রবার ছবিটি ৭ কোটি রুপি আয় করে।
তবে শনিবার আয় বেড়েছে অনেকটাই। স্যাকনিল্কের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ‘জাট’ তৃতীয় দিন ১০ কোটি আয় করেছে। এখন পর্যন্ত ছবিটির মোট আয় ২৬.৫০ কোটি রুপি। রবিবারও দুই অঙ্কের ডিজিট ধরে রাখতে সক্ষম হবে সানির সিনেমা, এমনটাই আশা করা যায়।
অন্যদিকে সালমান খানের ঈদের সিনেমা ‘সিকান্দার’ মুক্তির পর কেটে গেছে ১৪ দিন। প্রথম থেকেই রীতিমতো ভরাডুবি হয় সিনেমাটির। এখন যেন আর দর্শক টানতে পারছে না ছবিটি। ১৪তম দিনে ঘরোয়া বক্স অফিসে ০.৪০ লাখ রুপি সংগ্রহ করেছে মাত্র। আর দেশব্যাপী মোট আয় এখন ১০৮.৫০ কোটির আশপাশে।
উল্লেখ্য, ১০০ কোটি বাজেটের ‘জাট’ পরিচালনা করেছেন সাউথ ইন্ডিয়ান পরিচালক গোপীচন্দ মালিনেনী। সানি দেওল ছাড়াও ছবিতে রয়েছেন রেজিনা ক্যাসেন্ড্রা, রণদীপ হুড্ডা, বিনীত কুমার সিংহ, রাম্যা কৃষ্ণন এবং জগপতি বাবু। অন্যদিকে এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে সালমান খান ছাড়া আরো অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল প্রমুখ।