গেল বছরের ২৫ ডিসেম্বর ‘খাদান’ মুক্তির মধ্য দিয়েই টালিউডে বাণিজ্যিক ছবির স্বর্ণযুগ ফিরিয়ে এনেছেন দেব অধিকারী। ভারতীয় বক্স অফিসেও পড়েছে সেই ছাপ।
ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে, ২০২৫ সালের ১ জানুয়ারি বক্স অফিসে ১.৬০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘খাদান’। দিনের মাঝামাঝি সময়ে ‘খাদান’ এর শো ছিল হাউজফুল। বক্স অফিসের তথ্যমতে মুক্তির ১৫ দিনের মাথায় ‘খাদান’ আয় তুলেছে ১২.৩ কোটি রুপি। নতুন বছরে এই সিনেমার ৩১০টি শো হাউসফুল ছিল। তাই এরই মধ্যে ‘খাদান’ পেয়েছে ব্লকবাস্টার সিনেমার তকমা!
পশ্চিমবঙ্গের সিনেমাহলের প্রায় ৮৫ শতাংশ দখল করে আছে দেব-ইধিকার ‘খাদান’। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরেও মুম্বাইতে ৫টি, দিল্লি এনিআরে ২টি, পুণে-তে ৩টি, হায়দরাবাদে ৩টি, বেঙ্গালুরুতে ১টি, আহমেদাবাদে ২টি, ওড়িশায় ১টি এবং আসামে প্রায় ৩০টির কাছাকাছি শো পেয়েছে ‘খাদান’
টালিউড বক্স অফিস বিগত বছরে মোট ৬ ছবিকে সফল বলে দাবি করেছে। তাদের তথ্যমতে, গেল বছর অর্থাৎ ২০২৪ সালের ব্লকবাস্টার সিনেমা হচ্ছে ‘খাদান’ ও দুর্গা পূজার ‘বহুরূপী’ সিনেমা! সুপারহিট হয়েছে ‘টেক্কা’ ও ‘সন্তান’ আর হিট ছবি হল ‘অযোগ্য’ এবং ‘এটা আমাদের গল্প’।