Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখরিত গ্লাস্টনবারি উৎসব

গত ২৫ থেকে ২৯ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল। এই পারফর্মিং আর্টস উৎসবে সাধারণত সংগীত ছাড়াও স্থান পায় ডান্স, কমেডি, থিয়েটার, সার্কাসসহ বিভিন্ন আয়োজন। তবে সবকিছু ছাপিয়ে এবারের উৎসবটি প্রতিবাদ ও মানবতাবোধের এক অনন্য নজির স্থাপন করেছে। সংগীতের পাশাপাশি অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকল শক্তিশালী রাজনৈতিক বার্তার জন্য।  

‘ডেথ, ডেথ টু দ্য আইডিএফ’ স্লোগান দিচ্ছেন ব্রিটিশ র‍্যাপ জুটি বব ভিলান | ছবি: ফেসবুক

মঞ্চে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ব্রিটিশ র‍্যাপ জুটি বব ভিলান। এ ব্যান্ডের দুই সদস্য ভোকাল ও গিটারিস্ট ববি ভিলান এবং ড্রামার বুবি ভিলানকে একত্রে ডাকা হয় বব ভিলান বলে। ২৮ জুন ছিল এ পাঙ্ক রক ও হিপহপ জুটির পারফরম্যান্স। তাদের পারফরম্যান্সের সময় মঞ্চে শোভা পাচ্ছিল ফিলিস্তিনের পতাকা। পেছনের স্ক্রিনে বড় বড় করে লেখা ছিল প্রতিবাদী বার্তা— ‘ফ্রি প্যালেস্টাইন, জাতিসংঘ এটিকে গণহত্যা বলে অভিহিত করেছে, আর বিবিসি এটাকে বলছে সংঘাত।’

অনুষ্ঠানে র‍্যাপার বব ভিলান শোনায় ‘আই হেয়ার্ড ইউ ওয়ান্ট ইয়োর কান্ট্রি ব্যাক’, ‘গেট ইয়োরসেলফ আ গান’, ‘ড্রিম বিগ’, ‘হি ইজ আ ম্যান’সহ নিজেদের জনপ্রিয় কিছু গান। গানের এক পর্যায়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে শুরু করেন ববি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে দর্শকরাও স্লোগান দিতে থাকেন।

এ সময় অনেক দর্শককে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিরুদ্ধেও স্লোগান দেন ববি ভিলান। তার সঙ্গে গলা মিলিয়ে ‘ডেথ, ডেথ টু দ্য আইডিএফ’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।

গ্লাস্টনবারি উৎসবে ববি ভিলান ‘ডেথ, ডেথ টু দ্য আইডিএফ’ স্লোগান দেওয়ার পর বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। এ স্লোগানকে ‘ভয়াবহ ঘৃণামূলক বক্তব্য’ আখ্যা দিয়ে এ জুটির নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তীব্র প্রতিক্রিয়ার মুখে এ বিষয়ে বিবৃতি দিয়েছে গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।

বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বব ভিলানের স্লোগানগুলো শুনে আমরা হতবাক। তাদের স্লোগান সীমা অতিক্রম করেছে। আমরা এ উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে মনে করিয়ে দিতে চাই যে, গ্লাস্টনবারি উৎসবে ইহুদি-বিদ্বেষ, ঘৃণামূলক বক্তব্য কিংবা সহিংসতার প্ররোচনার কোনো স্থান নেই।’

বব ভিলান ছাড়াও গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে একই দিনে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে আলোচনায় এসেছে আইরিশ হিপহপ ব্যান্ড নিক্যাপ। তিন সদস্যের এ ব্যান্ড অনেকদিন ধরেই গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সরব। গত বছর লন্ডন কনসার্টে হিজবুল্লাহর পতাকা প্রদর্শন করে আইনি ঝামেলায় জড়িয়েছিল ব্যান্ডটি।

এবার তাই গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে তাদেরকে পারফর্ম করতে দেওয়ার বিরোধিতা করেছিলেন ইংল্যান্ড প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবুও তাদের ঠেকানো যায়নি। এবারও গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনের পক্ষে জোরালো স্লোগান দিয়েছে ব্যান্ড নিক্যাপ। কিয়ার স্টারমারের বিরুদ্ধেও কথা বলেছে তারা। তাদের পরিবেশনার সময় ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে স্লোগানে স্লোগানে কণ্ঠ মেলায় ইজরায়েলের গণহত্যাবিরোধী লাখো দর্শক।    

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কণার গানে মডেল হয়েছেন কলকাতার অলিভিয়া

নতুন গান আসছে ‘দুষ্টু কোকিল’ খ্যাত গায়িকা দিলশাদ নাহার কণার। গানটির শিরোনাম ‘সোনা জান’। গানের কথা লিখেছেন রবিউল…

মাকে ‘হ্যারি পটার’ নির্মান থেকে সরিয়ে আনেন জোহরান মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র পদে প্রার্থীতার জন্য প্রাথমিক ভোটারদের ভোটে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেছেন…
Exit mobile version