ফ্রান্সের ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’র ৩০তম আসরে বিচারক হিসেবে থাকবেন মোস্তফা সরয়ার ফারুকী।
আসন্ন ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভেসুল উৎসব। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করবেন ফারুকী। তিনি সহ জুরি বোর্ডে আরও থাকছেন জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ ও আরও দুই সদস্য হিসেবে থাকবেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন।
ভেসুল উৎসবে বিচারক হতে পেরে উচ্ছ্বসিত ফারুকী গণমাধ্যমকে জানান, “এই বছর যেখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই, সেখানে জুরি বোর্ডের সদস্য হতে পেরে সম্মানিত বোধ করছি ।”
উল্লেখ্য, ভেসুল উৎসবে এর আগেও অংশ নিয়েছেন ফারুকী। তবে বিচারক নয়, তার নির্মিত ‘শনিবার বিকেল’এবং ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাগুলোর জন্য পুরস্কার গ্রহণ করতে।