৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম বিভাগের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত সিনেমা “আলী”। ‘আলী’ সিনেমার মূল অভিনেতা নোয়াখালীর ছেলে আল আমিন। কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ১৭ মে ফ্রান্সে গিয়েছেন এই তরুণ অভিনেতা। এটি তার ক্যারিয়ারের প্রথম সিনেমাও।
কান চলচ্চিত্রের অভিজ্ঞতা নিয়ে আল আমিন দেশের স্বনামধন্য এক গণমাধ্যমকে বলেন, ‘ভাইরে ভাই, কী বলব! নোয়াখালী থেকে ফ্রান্সে এসে অটোগ্রাফ দিলাম। জীবনে এভাবে অটোগ্রাফ দেব, কোনো দিন কল্পনা করিনি। তাদের আন্তরিকতায় আমি অবাক’।
এই তরুণ অভিনেতা আরো বলেন, “বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আমাকে অনেকেই এশিয়ান বলছিলেন। নিজেই আগ্রহ নিয়ে তাদের কাছে পরিচয় দিয়ে কানে যাওয়ার পথের সহযোগিতা চাইলাম। কয়েকজন অটোগ্রাফ নিলেন। একজন বললেন, তুমি তো তারকা। তুমি যখন অনেক বড় তারকা হবে, তখন অনেক টাকায় এটি বিক্রি করব (হাসি)। আমাকে সবাই যে অভিনেতা হিসেবে সম্মান দিয়েছেন, এটাই আমার সার্থকতা”।
নোয়াখালীতে থাকেন আল আমিন। সেখানেই গান দিয়ে তার ক্যারিয়ার শুরু। আল আমিন একই সঙ্গে নারী ও পুরুষের কণ্ঠে গান গাইতে পারেন। এই দ্বৈত কণ্ঠের গাওয়া গানের ভিডিও দেখেই ফোন দিয়ে তাকে অভিনয়ের কথা বলেন কাস্টিং ডিরেক্টর। শুরুতে এফডিসি ঘরানার কোনো সিনেমা ভেবে তেমন একটা আগ্রহ দেখাননি। পরে পরিচালক আদনান আল রাজীবের ফেসবুক প্রোফাইল তাকে চিনতে পেরে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান আল আমিন। বাকিটুকু এখন ইতিহাস।
সামনে অভিনয় করবেন কিনা জানতে চাইলে আল আমিন জানান, অভিনয় তাকে সম্মানের একটা জায়গা করে দিয়েছে। কান থেকে ফিরে অভিনয় করতে চান তিনি। তিনি বলেন ‘চঞ্চল চৌধুরী আমার পছন্দের অভিনেতা। তার মতো অভিনেতা হতে চাই। মজার ব্যাপার হচ্ছে, চঞ্চল ভাই যেমন পোশাক পরেন, আলী সিনেমায় আমার কস্টিউম অনেকটাই তেমন। অভিনয় ও গান নিয়েই আমার নতুন জীবনের পথচলা শুরু হবে। তার আগে কান উৎসবে আলী যেন পুরস্কার পায়, সে প্রত্যাশায় দিন গুনছি’।
‘আলী’ সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা আদনান আল রাজীব, যিনি তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর স্বামী।