জনপ্রিয় ভারতীয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ অডিশনের অংশ নিয়ে দুই ধাপ পার করতে পারলেও তৃতীয় ধাপ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের গায়ক জাহিদ অন্তু। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তু নিজেই।
১ সেপ্টেম্বর নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্তু লেখেন, ‘আমি অডিশনের মূল পর্বের জন্য নির্বাচিত হই নি।‘ সেই পোস্টের কমেন্ট বক্সে পিন কমেন্টে অন্তু লিখেছেন, ‘কেউ যেন এই কথাটি বলবেন না, আমি বাংলাদেশি বলে বাদ পড়েছি। আমি হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আর আমার প্রতি তাদের আচরণ ছিল খুব সুন্দর।‘
পরে গণমাধ্যমের পক্ষ থেকে জাহিদ অন্তুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুই পর্বে উত্তীর্ণ হয়েছি। আজ (১ সেপ্টেম্বর) ফোন করে আমাকে জানানো হয়, আমি বাদ পড়েছি।’
প্রসঙ্গত, ‘ইন্ডিয়ান আইডল’-এর বাছাই পর্বে উত্তীর্ণ হতে ‘খামোশিয়া’, ‘দিল দে দিয়া হ্যাঁয়’, ‘জানাম’, ‘দিল ইবাদত’সহ বেশকিছু হিন্দি গান গাইতে হয় জাহিদকে। এসব গানে দারুণ পারফর্ম করায় প্রায় ৮০০ প্রতিযোগীকে পেছনে ফেলে ৪০ জন উত্তীর্ণের তালিকায় উঠে আসেন জাহিদ অন্তু।