বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজধানীর বসুন্ধরায় ঘটে যাওয়া কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের এক অমানবিক ঘটনা। আর এই পাশবিকতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণকে বিশেষ এক বার্তা দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
কেবল অভিনয় নয়, সামাজিক নানা ইস্যুতে সবসময়েই সরব মেহজাবীন, সম্প্রতি ঘটে যাওয়া গৃহকর্মী কল্পনা নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে দুটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বামে যেই ছবিটা দেখা যাচ্ছে, সেটা একজনের পোস্ট, যিনি একজন গৃহকর্মীকে নির্যাতন করেছেন (এখনও প্রমাণিত হয়নি মনে হয়, ইনভেস্টিগেশন চলছে)। আর ডান পাশের মানুষটি হলেন সেই নির্যাতিত গৃহকর্মী।’
সকলকে অনুরোধের সুরে অভিনেত্রী লেখেন, ‘দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধুমাত্র ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে।’
বিষয়টিকে একটু ব্যাখ্যা করে মেহজাবীন লেখেন, ‘বাস্তবে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে। তবে মনে রাখবেন, সবকিছুই সত্য নয় যা আপনি অনলাইনে দেখেন। মানুষজন নিজেদের নিয়ে বড় বড় কথা লেখে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী। সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন।’
সবশেষে তিনি লেখেন, ‘তাদের ক্ষতি করবেন না। কারও জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।’
উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। ছোট পর্দায় জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী চলতি বছরেই পা রেখেছেন বড় পর্দায়। মেহজাবীন অভিনীত ‘সাবা’ এরই মধ্যে প্রদর্শিত হয়েছে ‘টরেন্টো’ ও ‘বুসান’ চলচ্চিত্র উৎসবে।