২৫ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতিতে চিত্রনায়িকা পরীমণির অথেনটিক প্রোডাক্ট হারল্যানের স্টোর উদ্বোধনের কথা থাকলেও স্থানীয়দের বাঁধার মুখে সেই আয়োজন স্থগিত করতে হয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।
শনিবার রাত সাড়ে ১০টায় নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরীমণি লেখেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে?’
তিনি আরও জানালেন, ‘ইনসিকিউর ফিল হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা! মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?’
আক্ষেপের সুরে চিত্রনায়িকা বললেন, ‘কি বলার আছে আর এ দেশে। সিনেমা/বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’
চিত্রনায়িকার এই পোস্ট দেওয়ার প্রায় সাত ঘন্টা আগে বিকাল সাড়ে ৩টায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় টিন মার্কেটে একটি প্রসাধন কোম্পানির বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করার কথা ছিল পরীমনির। কিন্তু শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়েছে।
কালিহাতি থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘হুজুররা ঝামেলা করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেছে।’