হলিউডের সর্বকালের অন্যতম দর্শকপ্রিয় সিনেমা ‘টাইটানিক’। বিশ্বে এমন মানুষ খুব কম পাওয়া যাবে যারা দেখেননি এই সিনেমা। ব্যবসার দিক থেকেও এর সফলতা আকাশ ছোঁয়া। একারণেই হয়তো মুক্তির এতগুলো বছর পর আবারও মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
তবে বড়পর্দা নয়, ছোটপর্দায় মুক্তি পাচ্ছে ‘টাইটানিক’। প্ল্যাটফর্ম- নেটফ্লিক্স।
নেটফ্লিক্সের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। তাদের অফিশিয়াল ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকেও জানানো হয়েছে এই তথ্য। নেটফ্লিক্স জানান, সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে সেখানে ‘টাইটানিক’ দেখতে পারবে দর্শকরা।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে বিশ্বব্যাপী মুক্তি পায় জেমস ক্যামেরনের ছবি ‘টাইটানিক’। ঐ বছর সিনেমাটি অস্কারের মনোনীত হয় ১৪টি ক্যাটাগরিতে। এরপর পুরস্কৃত হয় ১১টি বিভাগেই। তাছাড়া সেবছরের সেরা ব্যবসাসফল সিনেমাও ছিল এটি। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এর নামডাক। ছবিটি জায়গা করে নেয় সমগ্র বিশ্বের মানুষের হৃদয়ে।
জানা গেছে, ‘টাইটানিক’ সিনেমার পর একে একে হলিউডের আরও বেশ কিছু পুরনো সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে নেটফ্লিক্স। এসব ছবির তালিকায় প্রথমেই আছে স্পোর্টস ড্রামা ধাঁচের সিনেমা ‘রকি’।