বর্তমানে কাপুর পরিবারের সবচেয়ে বড় সেলিব্রেটি রাহা কাপুর। রণবীর কাপুর ও আলিয়া ভাট কন্যার এক দর্শনের জন্য মুখিয়ে থাকেন সকলে। একটু একটু বুঝতে দেখা রাহা এখন পাপ্পারাৎজিদের দেখলেও ভয় পায় না।
স্ক্রিসমাসের পর ফের ছোট রাহা কাপুরের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বাবা-মায়ের সঙ্গে মধ্যরাতে বিমানবন্দরে ছিলেন স্টার কিড রাহা। মেয়েকে কোলে আদরে আগলে রেখেছেন মা আলিয়া ভাট। এমন সময় রাহার নাম ধরে ডাকা হলে ছে সে সময় একগাল হেসে সকলকে ‘হাই’ বলল সে। এখানেই থামেনি সে। সকলের ডাক শুনে উড়ন্ত চুম্বন ছুড়তেও দেখা গেল তাকে। রাহার এমন কাণ্ড দেখে হাসি হামাতে পারেননি রণবীর-আলিয়া। তারাও হাত নেড়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
ক্রিসমাস উদযাপনের সময় পাপারাজ্জিদের সামনে হাই বলে সকলকে চমকে দিয়ে এবার দ্বিতীয়বারের মত পাপ্পারাৎজিদের উদ্দেশ্যে উষ্ণ সংবর্ধনা জানাতে দেখা গেছে রাহাকে। বুঝতে পাকি নেই এখন থেকেই সেলিব্রিটি হিসেবে ক্যামেরার ভয় চলে গেছে রণবীর-আলিয়া কন্যার।
উল্লেখ্য, বলিউডের অন্যতম জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর ২০২২ সালের শুরুতে ভালোবেসে বিয়ে করেন তারা। একই বছরের শেষে তাদের ঘর আলো করে আসে মেয়ে রাহা। প্রথমবার গেল বছরের ক্রিসমাসে রাহাকে সকলের সামনে নিয়ে আসে রণবীর-আলিয়া দম্পতি।