Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

ফের এক হচ্ছে দৃশ্যমাধ্যম শিল্পীরা, জানালেন মৌসুমী

অভিনেত্রী মৌসুমী হামিদ | ছবি: ফেসবুক

৭ সেপ্টেম্বর সকাল ১১টায় নিজেদের যুক্তি দাবি জানাতে নিকেতনের গ্রাউন্ড জিরোতে একত্রিত হচ্ছেন দৃশ্যমাধ্যমের সাধারণ পেশাদার অভিনয় শিল্পীরা।

নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী মৌসুমী হামিদ, লিখেছেন, ‘’রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক’, আজ সকাল ১১টায় সকল দৃশ্যমাধ্যমের সাধারণ পেশাদার অভিনয় শিল্পীরা বসছি ’গ্রাউন্ড জিরো তে’। চাইলে আপনারাও আসতে পারেন, আমরা বিভেদ করবোনা। আমরা কথা বলব দেশের সকল দৃশ্যমাধ্যম পেশাদার অভিনয় শিল্পীর সঙ্গে। অনলাইনে বা সরাসরি। আমরা আমাদের কথাগুলো, প্রশ্নগুলো, পরিকল্পনাগুলো এবং সিদ্ধান্তগুলো জানাবো আজ।’

একজন শিল্পী হিসেবে অভিনেত্রী যোগ করেন, ‘আমরা অভিনয় শিল্পী সংঘের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সাধারণ পেশাদার অভিনয় শিল্পী হিসেবে বসতে চেয়েছি, কথা বলেছি। তারা কাগজ কলমের দোহাই দিয়েছেন। সেভাবেই আমরাও এগিয়েছি। আমরা সবাই পরস্পরের পরিচিত মুখ তারপরও তারা ’সদস্য’ এবং ’অ-সদস্য’ বলে বৈষম্য তৈরি করেছেন । আমাদের শুধু এইটুকুই চাওয়া ছিল- সুস্থ কাজের পরিবেশ, যে পরিবেশে কোন রাজনৈতিক ক্ষমতার আভাস থাকবে না, যে পরিবেশে প্রতিটা অভিনয়শিল্পীর স্বকীয়তা থাকবে, যে পরিবেশে শিল্পী ও শিল্পের উপর থাকবেনা কোন ’ফ্যাসিস্ট’- এর প্রভাব, যার একতরফা সিদ্ধান্তের ক্ষতিপূরণ গোটা শিল্পী সমাজ আজ বহন করছে। তাই…আজ সকাল ১১ টায়, ’গ্রাউন্ড জিরোতে’( নিকেতন ২ নং গেইটের কাছে)। সকল সহকর্মীকে অনুরোধ করবো আজ শনিবার সবাই আসুন। সবাই জানুক আমাদের মেরুদণ্ড সোজা এবং শক্তই আছে।’

উল্লেখ্য, দৃশ্যমাধ্যমের শিল্পীরা এর আগে জুলাইতে চলমান ছাত্র আন্দোলনেঅ ছিলেন সোচ্চার। এখন নতুন বাংলাদেশে, শিল্পী সমাজের সঠিক সংস্কারের প্রত্যাশায় ফের এক হচ্ছেন তারা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থাইল্যান্ড হবে বলিউডের নতুন ‘আখড়া’

মুম্বাইতে ১২ থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো একটি ফিল্ম ফেস্টিভ্যাল, যার আয়োজক থাইল্যান্ডের ট্যুরিজম বিভাগ।…

কিভাবে প্রেমে পড়েছিলেন আয়মান–মুনজেরিন?

‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ গেল ১৫…

কাজে বেশি জোর দেওয়ার পরামর্শ অনন্যার

বিনোদন জগতে মহিলাদের বিরুদ্ধে নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সব ইন্ডাস্ট্রিতেই ‘হেমা কমিটি’-র মত কমিটি থাকা প্রয়োজন…
Exit mobile version