শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটে ৫ আগস্ট। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিদের অনেকেই বিদেশে পালিয়েছেন। এই তালিকাতেই কি আছেন সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ?
গুঞ্জন শোনা যাচ্ছে, পিঠ বাঁচাতে ফেরদৌস ভারতে পালিয়ে গেছেন ইতিমধ্যে। তবে এক সূত্র বলেছে, দেশেই গা ঢাকা দিয়েছেন তিনি। যদিও কোন গুঞ্জন সত্য, কোন গুঞ্জন মিথ্যা, তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
ফেরদৌসের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে নাকি ফোন করা হয়েছিল তার নাম্বারে। কিন্তু অভিনেতার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এমনকি, বন্ধ পাওয়া গেছে তার ব্যক্তিগত সহকারীর নাম্বারটিও।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রথমবারের মত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ফেরদৌস। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।