কাজের সূত্রে সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল রাজধানী ঢাকায় থাকলেও তার মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন ফেনীতে। ২২ আগস্ট গায়িকার ফেনী শহরের উকিলপাড়ায় অবস্থিত দোতলা বাড়িতে পানি ঢুকে যায় এরপর থেকে সেখানে অবস্থিত ভাইয়ের খবর পেলেও, বোনের কোনো খোঁজ পাচ্ছে না গায়িকা পুতুল।
২৩ আগস্ট নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পুতুল লিখেছিলেন, ‘ফেনী শহরে আমাদের বাড়ি। সেই বাড়িতে আমার ভাই, ভাবী আর তাদের ছোট ছোট দুটো ছেলে-মেয়ে থাকে; থাকে ভাড়াটিয়া। ফেনীতেই থাকে আমার সেজো বোনও। তারও দুইটা ছোট বাচ্চা। গতকাল দুপুর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে। এরপর থেকে আর নেই। তাদের বাড়িতে পানি ঢুকে গেছে। নিশ্চিতভাবেই বাড়িতে নেই তারা। কিন্তু কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। ভীষণ অসহায়বোধ করছি। সৃষ্টিকর্তা সহায় হোক। এই কালোরাত কবে হবে শেষ।’
পরে আরেকটি পোস্টে সংগীতশিল্পী জানান, আমার ভাইয়ের পরিবারের খোঁজ পেয়েছি। তিন তলায় পানি না ওঠায় নিরাপদে আছে তারা। বোনের পরিবারের খোঁজ চলছে। কোনো একটা মসজিদে আশ্রয় নিয়েছে বলে জেনেছিলাম গতকাল। কোন মসজিদ তা জানি না। সেখানেই আছে নাকি অন্যত্র গেছে বুঝতে পারছি না। আপনাদের অনেকের চেষ্টা আর আন্তরিকতা দেখে চোখে জল আসছে বার বার। কৃতজ্ঞতা সবার প্রতি।’
গণমাধ্যমকে এই প্রসঙ্গে গায়িকা জানিয়েছেন, ‘আমাদের বাড়িটি তিনতলা। দোতলা পর্যন্ত পানি উঠেছে। দোতলায় তার ভাইয়ের পরিবার ও ভাড়াটিয়ারা থাকেন। আর বোন থাকেন শহরের বাইরে। বন্যা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা, তা ভাবতেই শিউরে উঠে গা। এখন একটাই কথা, আল্লাহ রক্ষা করো আমাদের।’
প্রসঙ্গত, ২০০৬ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতে জায়গা করে নেন পুতুল। এরপর দীর্ঘ দেড় যুগ ধরে দর্শক-শ্রোতাদের ভালো ভালো গান উপহার দিচ্ছেন তিনি।