কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে ২৯ মার্চ বসেছিল পশ্চিমবঙ্গের সম্মানজনক ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসর। সেখানে বাজিমাত করেছে এপারবাংলার তিন অভিনয়শিল্পী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডল।
দু’বার ফিল্মফেয়ার জয়ী জয়া আহসান ‘অর্ধাঙ্গিনী’-তে নিজের অসামান্য অভিনয়ের জন্য পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগেও পুরস্কার পেয়েছি। কিন্তু পার্শ্ব অভিনেত্রী হিসেবে এটিই আমার প্রথম পুরস্কার। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’
প্রথমবার মনোনয়ন পেয়েই তাসনিয়া ফারিণ জিতেছেন সেরার খেতাব। ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নিয়ে ফারিণ বলেন, ‘কলকাতায় এটা শুধু আমার প্রথম ছবিই নয়, ক্যারিয়ারের প্রথম ছবি আমার। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেওয়ার, বাকিটা দর্শকেরা পছন্দ করেছেন। আমি সত্যিই কৃতজ্ঞ।’
জয়ের রেসে জয়া-ফারিণের জুটির সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের তরুণ অভিনেতা সোহেল মন্ডলও। ‘মায়ার জঞ্জাল’- সিনেমায় অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। তবে ভিসা জটিলতায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সোহেল।
উল্লেখ্য, এবারের ফিল্মফেয়ারের আসরে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের আরও দুই তারকা অপি করিম ও মাহতিম সাকিব। তবে নিজস্ব মনোনীত বিভাগে সেরার খেতাব জয়ে ব্যর্থ হন দু’জনেই।