Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

ফি’লিস্তিনি মা রূপে মম’র প্রতিবাদ

জাকিয়া বারী মম | ছবি: সংগৃহীত

ফি’লিস্তিনের গাজা উপত্যকা বর্তমানে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সারি সারি লা’শ ও মানুষের হাহাকারের মাঝেই দিন পার করছেন গা’জাবাসী। বিশ্বের অনেক তারকাদের মতই বাংলাদেশের অনেক তারকাকেই দেখা যায় ই’সরায়েল-ফি’লিস্তিন সংঘাত নিয়ে সরব হতে। এই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

পরনে কালো বোরকা, কোলে মৃত সন্তান, আর চোখে-মুখে ভয় ও আর্তনাদের ছাপ! এমনই এক রূপ ধারণ করে মম হাজির হয়েছিলেন সম্প্রতি অনুষ্ঠিত ‘টু গা’জা ফ্রম ঢাকা’ কনসার্টের মঞ্চে।

রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে ২৪ নভেম্বর আয়োজন করা হয় গণহ’ত্যার বিরুদ্ধে ফি’লিস্তিনিদের জন্য এই কনসার্টের। এখানেই এমন ভিন্ন রূপে মমকে প্রতিবাদ করতে দেখা যাওয়ায় ভক্ত ও অনুরাগীদের প্রশংসা কুড়াচ্ছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ খ্যাত এই অভিনেত্রী।

কনসার্টে একজন ফি’লিস্তিনি মা হয়ে হাজির হওয়ার ব্যাপারে মম জানান, “এটা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ। গণহ’ত্যা, শিশু হ’ত্যা, নারী হ’ত্যার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা যুদ্ধ চাই না। যে শিশুটি জন্মের পরই মারা যাচ্ছে, সে কিন্তু জানেই না, কেন সে মারা যাচ্ছে। শিশুটির সুন্দর একটা জীবনযাপন করার সুযোগও হয় না! আমরা তেমনটাই দেখেছি ফি’লিস্তিন যুদ্ধে। এই গণহ’ত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা শান্তি চাই।”

অভিনেত্রী আরও যোগ করেন, “সব চরিত্রের নাম হয় না। এই চরিত্রের নাম বলা যেতে পারে মানবতার জন্য। এখানে যেকোনো নাম কিংবা যেকোনো মানুষ হতে পারে।”

উল্লেখ্য যে, ফি’লিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করে ও গণহ’ত্যার বিরুদ্ধে প্রতিবাদী কনসার্টটির আয়োজনে ছিল আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট। ব্যান্ড ও শিল্পীরা যারা এখানে অংশ নিয়েছেন, তাদের কেউই কোনো পারিশ্রমিক নেননি। আর এই কনসার্টের বিক্রি হওয়া টিকিটের টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ফি’লিস্তিনে।

প্রসঙ্গত, ‘টু গা’জা ফ্রম ঢাকা’ কনসার্টে অংশ নিতে দেখা গেছে অ্যাভয়েড রাফা, আর্ক, নেমেসিস, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশন, ফিরোজ জং সহ আরও কয়েকটি ব্যান্ডদলকে। আর সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন মাশা ইসলাম, শাফায়েত, আসির আরমান, রেজাউল করিম লিমন, ব্ল্যাক জ্যাং সহ আরও অনেকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চীন বক্স অফিসে এক নম্বরে অ্যানিমেটেড সিনেমা ‘নে ঝা ২’

গত ২৯ জানুয়ারী মুক্তি পেয়েছে চীনা অ্যানিমেটেড ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র “নে ঝা ২”।…

বান্ধবীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট

দীর্ঘদিন প্রেমে করার পর করেছেন বাগদান। এবার বিয়ে সম্পন্ন করলেন ‘টোয়াইলাইট’ তারকা অভিনেত্রী ক্রিস্টেন…

মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

আলোচিত মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স…

ইসরাইলী হামলায় মারা গেলেন গাজার আলোকচিত্রী ফাতিমা হাসুউনা

২৫ বছর বয়সী আলোকচিত্রী ফাতিমা হাসুউনা। তিনি ছিলেন ফিলিস্তিনের গাজার বাসিন্দা। জীবনের মায়া তুচ্ছ করে গাজাবাসীর…
Exit mobile version