সরিয়ে নেয়ার একদিন পূর্ণ না হতেই আবারও ইউটিউবে দেখা যাচ্ছে কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলার আলোচিত সেই বিজ্ঞাপন। ১১ জুন সন্ধ্যার পর থেকেই ব্র্যান্ডটির ইউটিউব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে। তবে বন্ধ আছে ভিডিওর কমেন্ট বক্স।
এর আগে ১১ জুন দুপুরের পর থেকে এক মিনিটের ঐ বিজ্ঞাপনটি ইউটিউবে আর দেখা যাচ্ছিল না। ফলে নেটিজেনরা ধরে নিচ্ছিলেন সমালোচনার মুখে হয়তো বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কোকাকোলা। তবে সেই ভাবনা-চিন্তার মাঝেই আবারও দেখা দেয় বিজ্ঞাপনটি।
ইউটিউব চ্যানেলে আবার দেখা যাওয়ার পর থেকে এবার নেটিজেনরা মনে করছেন যে সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি ‘প্রাইভেট’ করে রেখেছিলেন সংশ্লিষ্টরা। পরবর্তীতে কিছু সময় পর তা আবার ‘পাবলিক’ করেছেন।
উল্লেখ্য যে, সম্প্রতি ফি’লি’স্তিনে ই’স’রাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বের অনেকগুলো পণ্যের পাশাপাশি কোকাকোলাও বয়কটের আহ্বান জানানো হয়েছিল। এর মাঝেই কোকাকোলা বাংলাদেশ নতুন করে একটি বিজ্ঞাপন তৈরি করে। আর এই বিজ্ঞাপনের মূল প্রতিপাদ্য হলো- কোকাকোলা ইসরায়েলের পণ্য নয়।
নতুন বিজ্ঞাপনটি প্রচারিত হওয়ার পর থেকে নতুন করে সমালোচনার জন্ম দেয় কোম্পানিটি। পাশাপাশি সেই বিজ্ঞাপনে দেখা দিয়ে সমালোচনার তোপের মুখে পড়েন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা ও আব্দুল্লাহ আল সেন্টু। যদিও সাধারণ জনগণের কটাক্ষের মুখে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ অবস্থান তুলে ধরেন তারা।