নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অভিনীত ও পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তির তারিখ প্রকাশ্যে এসেছে। ৩০ নভেম্বর থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি’তে দেখা যাবে ছবিটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সিনেমাটি মুক্তির তারিখ নিশ্চিত করেছেন স্বয়ং ফারুকী। চরকির ফেসবুক পেইজ থেকে ছবি মুক্তির তারিখ ঘোষণার পোস্টটি নিজের প্রোফাইল থেকে শেয়ার করে ফারুকী লিখেছেন, “এটি আসছে! তারিখটি হলো- ৩০ নভেম্বর! ভাই ও বোনেরা, মনে রেখো এই তারিখ!” ফারুকীর পাশাপাশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও একই পোস্ট শেয়ার করে সবাইকে জানিয়েছেন, “’সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ আসছে ৩০ নভেম্বর”।
এদিকে চরকির পোস্টটিতে আছে সিনেমার ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ট্রেইলার ভিডিও। সাথে তাদের পোস্টের ক্যাপশনে লেখা, “সিনেমা আর জীবন মিলেমিশে একাকার! ৩০ নভেম্বর চরকিতে আসছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।”
উল্লেখ্য যে, পরিচালক ফারুকী প্রথমবারের মত অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন এই সিনেমার মাধ্যমে। এতে তিনি অভিনয় করছেন তার সহধর্মিণী ও অভিনেত্রী তিশার সঙ্গে।
চরকিতে ১২ জন নির্মাতার তত্ত্বাবধানে ১২টি সিনেমার প্রজেক্ট ‘মিনিস্ট্রি অফ লাভ’। আর পুরো প্রজেক্টটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন ফারুকী। ‘মিনিস্ট্রি অফ লাভ’-এর অন্তর্ভুক্ত দুইটি সিনেমা নির্মাণ করেছেন তিনি নিজেই। যার মধ্যে একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, আর অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। পরিচালনার পাশাপাশি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় নিজেই অভিনেতা হয়ে দেখা দিয়ে ভক্ত ও অনুরাগীদের ইতিমধ্যেই অনেক বড় এক সারপ্রাইজ দিয়েছেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ খ্যাত এই নির্মাতা।