হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এখনও নিউরো আইসিইউতেই ভর্তি থাকলেও আপাতত তার অবস্থা শঙ্কামুক্ত।
বিষয়টি নিশ্চিত করে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ২৪ জানুয়ারি একটি পোস্ট করেছেন নির্মাতার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
হাসপাতাল থেকে তিশা তার স্বামীর হাতে হাত রেখে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন, “প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে ,আবার মেঘ চলেও যাই, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়া’য় মোস্তফা সরোয়ার ফারুকী এখন বিপদমুক্ত আলহাদুলিল্লাহ।” এরপর অভিনেত্রী যোগ করেন, “কিছু দিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকেরই ফোন ও এসএমএস এর উত্তর দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এতো দোয়া আর ভালোবাসার জন্য।”
প্রসঙ্গত, ২২ জানুয়ারি সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন ফারুকী। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডাক্তারের কাছে যেতেই ডাক্তার সিটিস্ক্যান করেন এবং জানান ব্রেইন স্ট্রোক হয়েছে তার। তখন থেকে নিউরো আইসিইউ’তে অবজারভেশনে ছিলেন তিনি।
স্বামীর সুস্থতার জন্য ২২ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে ফেসবুকে পোস্ট করে সবার দোয়া চেয়েছিলেন তিশা। আজ আবারও নতুনভাবে ফারুকীর শারীরিক অবস্থার কথা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি।