তাসনিয়া ফারিণ নিজেকে যেন আরেকটু উচ্চতায় নিয়ে গেলেন। চিরাচরিত মাধুরীর রূপ থেকে বেরিয়ে এবার অ্যাকশন তারকা হিসেবে নিজেকে উপস্থাপন করলেন। গতকাল সোমবার রাতে প্রকাশিত হয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ইনসাফ’-এর টিজার। নির্মাতারা যাকে বলছেন, ‘অফিশিয়াল ওয়ার্নিং’। সেখানেই দেখা মিলেছে ‘নতুন ফারিণ’-এর।
গত বছরের পবিত্র ঈদুল ফিতরে ‘কাজলরেখা’ , ‘দেয়ালের দেশ’ ও ‘ওমর’—এই তিন সিনেমায় দেখা যায় শরীফুল রাজকে। এর পর থেকেই যেন তিনি ‘লাপাত্তা’। এবার তিনি ফিরছেন একেবারেই ভিন্ন চরিত্রে। প্রকাশিত টিজারে রাজকে দেখা গেছে ভয়ংকর এক সন্ত্রাসীর চরিত্রে।
‘ইনসাফ’-এর ঝলকে ফারিণকে দেখা গেছে আইন প্রয়োগকারী সদস্যের ভূমিকায়। ভয়ংকর এক সন্ত্রাসীকে ধরার মিশনে বের হচ্ছেন তিনি। সেটা কি শরীফুল রাজ?
টিজারে আবার ফারিণ ও রাজকে একটি রোমান্টিক গানেও দেখা গেছে। তবে কি এ দুজনের কোনো অতীত আছে? সেসব অবশ্য খোলাসা করেননি নির্মাতারা।
টিজারের শেষ দৃশ্যে হাজির হন মোশাররফ করিম, তার চরিত্রটি নিয়ে সেভাবে খোলাসা করা হয়নি। তবে তাকেও দেখা গেছে ভয়ংকর মেজাজে।
১ মিনিট ২২ সেকেন্ডের টিজারটি বেশ পছন্দ করেছেন ভক্তরা। নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ফেসবুকে পোস্ট করা টিজারের নিচে অনেকেই মন্তব্য করেছেন, ‘এ তো পুরো আগুন’।
ফারিণকে নতুনভাবে তৈরি করার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানিয়েছেন দেশের নেটিজেনরা। নির্মাতা সঞ্জয় সমাদ্দারের এটি দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘মানুষ’ নির্মাণ করেছিলেন কলকাতায়। সে সিনেমাটিতে অভিনয় ও প্রযোজনা করেছিলেন জিৎ গাঙ্গুলি।