Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫

প্রেম ভেঙে গেছে সামিরা খান মাহির!

প্রেমিকের সাথে বিচ্ছেদ হয়ে গেছে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির। বিষয়টি নিজেই স্বীকার করেছেন তিনি। গত ৪ বছর ধরেই সম্পর্কে ছিলেন অভিনেত্রী। প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল।

বছর দুয়েক আগে প্রকাশ্যে এনেছিলেন প্রেমিকের কথা, এবার সামনে আনলেন সম্পর্ক বিচ্ছেদের কথা। একের পর এক খারাপ সময় খারাপ সময় যাচ্ছে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করে সামিরা খান মাহি লিখেছেন, গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রোল্ড হওয়া থেকে শুরু করে- আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।

প্রেমিকের সাথে মাহি | ছবি: ফেসবুক

যাদেরকে কষ্ট দিয়েছেন তিনি তাদের প্রতি দুঃখও প্রকাশ করেছেন। বললেন, ‘আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি।

আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।’

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে লিখেছেন, আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়’।

জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না- এবং আজকে আমার কাছে এটাই সত্য’।

ইনস্টাগ্রামের মাধ্যমে নাবিলের সঙ্গে পরিচয় হয় মাহির। এক বছরের বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে জড়ান। অবশেষে চার বছর সম্পর্কের ইতি ঘটলো বলে জানান এই অভিনেত্রী।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে ‘জংলি’

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ও আফরান নিশো অভিনীত ‘দাগি’ ইতিমধ্যে দেশের বাহিরে মুক্তি পেয়েছে। তারই পথ অনুসরন…

সৌদি আরবে হবে বাংলাদেশের শিল্পীদের কনসার্ট

২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। প্রতিবছর নানান দেশ এতে অংশ নেয়। এ বছর বিনোদন,…

নাটকের ভিউতে ইতিহাস গড়লেন অভিনেত্রী হিমি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে করেছেন দর্শকদের মন জয়। আর সেই…

মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা–অভিনেত্রীর মনোনয়ন কারা পেলেন?

দর্শকের ভোটে চূড়ান্ত হয়েছে মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার ২০২৪-এর তালিকা। প্রাথমিক পর্ব থেকে পর্যায়ক্রমে সেরা…
Exit mobile version