বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের বর্তমান প্রেমিকার নাম সাবা আজাদ। জন্মগত নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন অভিনেত্রী, থিয়েটার পরিচালক এবং সঙ্গীতশিল্পী। তিনি মুম্বাই-ভিত্তিক ইলেকট্রো ফাঙ্ক জুটি ম্যাডবয়/মিঙ্কের ঘরানার শিল্পী। তিনি ২০০৮ সালে ‘দিল কাবাডি’ ছবিতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি ছবি ‘মুঝসে ফ্রান্ডশিপ কারোগে’-তে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন।
রবিবার ২৭ এপ্রিল সোফি চৌধুরীর কয়েকটি ছবিতে দেখা গেছে এই যুগলকে। সাথে ছিল সুস্বাদু খাবারের আসর। বলিউডের অন্যতম প্রিয় জুটি হৃতিক আর সাবা, আবারও প্রমাণ করলেন কেন সবাই ওদের নিয়ে এত পাগল! তারা নিজেদের সুন্দর মুহূর্তগুলো কখনও ফ্যানদের কাছ থেকে লুকিয়ে রাখেন না।
সোফি চৌধুরী ইনস্টাগ্রামে কিছু দারুণ ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ওরা তিনজন একসাথে বসে মজা করছে আর দারুণ সব খাবার খাচ্ছে — একদম পারফেক্ট সানডে ভাইব ! সোফির ছুটির ছবিগুলোতে শুধু যে দুর্দান্ত খাবার দেখা গেছে তা না, তার সাথে ছিল হাসি-ঠাট্টায় ভরা মুহূর্তগুলোও।
এক ছবিতে দেখা গেছে, হৃতিক নীল টি-শার্ট, কালো জ্যাকেট আর ক্যাপ পরে একেবারে কূল লুকে সেলফি তুলছেন। তার সামনেই সাবা আর সোফি হাসছে। সাবা’র সাদামাটা সাদা টি-শার্টে লাগছিল অসম্ভব মিষ্টি আর কোমল। টেবিলজুড়ে বড় বড় কফির মগ আর সাস্তকর সুস্বাদু খাবার — এক কথায়, চোখের আর পেটের শান্তি!
ছবিগুলোর ক্যাপশনে সোফি লিখেছেন, “যখন হৃদয় আর পেট দুটোই ভরা থাকে।”
এদিকে, হৃতিক এখনো আমেরিকাতেই আছেন। কিছুদিন আগে টেক্সাসের ডালাসে ফ্যানদের জন্য একটা প্রোগ্রামেও হাজির হয়েছিলেন। যদিও ইভেন্টের কিছু অব্যবস্থাপনা নিয়ে অনলাইনে একটু নেগেটিভ কথা উঠেছে, তবুও আয়োজকরা জানিয়েছে, হৃতিক তার দিক থেকে সব দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন।
কাজের দিক দিয়ে, হৃতিক এখন ব্যস্ত ‘ওয়ার ২’ নিয়ে, যেখানে তার সাথে স্ক্রিন শেয়ার করবেন কিয়ারা আদভানি আর জুনিয়র এনটিআর। ছবিটা পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে বলে জানা গেছে।
অন্যদিকে, সাবা আজাদকেও কাজের জগতে ব্যস্ত দেখা গেছে। শেষবার এই অভিনেত্রী ও সংগীতশিল্পীকে দেখা গেছে ‘জি-৫’এর ক্রাইম-থ্রিলার ‘ক্রাইম বিট’-এ।
উল্লেখ্য, সাবা আজাদের বাবা একজন পাঞ্জাবি এবং তার মা একজন কাশ্মীরি মুসলমান নারী। ১৯৮৫ দিল্লিতে জন্মগ্রহণ করেন সাবা।