গেল ১৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জনপ্রিয় কোরিয়াণ কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জাংকুকের প্রথম ডকুমেন্টারি ‘আই অ্যাম স্টিল’। মঞ্চের উজ্জ্বল তারকার বাইরে ভিন্ন এক জাংকুক হয়ে ভক্তদের কাছে ধরা দিয়েছেন এই বিটিএস তারকা।
চলতি বছরে নিজের প্রথম একক সঙ্গীত অ্যালবাম ‘সেভেন’ দিয়েই হৈ-চৈ ফেলে দেন এই শিল্পী, গড়েন রেকর্ড। ধীরে ধীরে বিটিএস সদস্যের বাইরেও আলাদা করে নিজের পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছেন জিয়ন জাংকুক। গেল ৮ মাসে ১২০ টি দেশে ভ্রমণের অভিজ্ঞতা একত্রিত করে নির্মিত হয়েছে ডকুমেন্টরি ‘আই অ্যাম স্টিল’
গেল মাসেই প্রকাশিত হয়েছিল ডকুমেন্টারির ট্রেইলার। যা মুহুর্তেই জাড়া ফেলেছিল বিশ্বব্যাপী। যেখানে জাংকুকের কিছু বক্তব্যের অংশ, কনসার্টের স্টেজে ওঠার পূর্বপ্রস্তুতি, শো’তে পারফর্ম করার মত বিভিন্ন মুহূর্ত ফুটিয়ে তোলা হয়।
উল্লেখ্য, এর আগে একক অ্যালবাম ছাড়াও, কাতারে অনুষ্ঠিত হওয়ার সর্বশেষ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন জাংকুক। ‘ড্রিমার্স’ শী্র্ষক একক গান গেয়ে অনেক প্রশংসা পান তিনি।